নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা – এখন চারিদিকে সব কিছুর বিজ্ঞাপন। যেকোনো কিছু বিক্রি থেকে শুরু করে কোনো কিছুর অর্ডার নেওয়া দেওয়া সবেতেই চলছে বিজ্ঞাপন। এবার মানুষ মারার জন্য অর্ডার নেওয়া হয়, ভিজিটিং কার্ড ছাপিয়ে চলছিল এমনই প্রচার। এই প্রচার চলছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে। এদিন এই পোস্টার নজরে আসতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি থেকে একটি বন্দুক, দুরাউন্ড কার্তুজ ও বেশকিছু ভিজিটিং কার্ড উদ্ধার করেছে পুলিশ।
সূত্রের খবর , দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে প্রকাশ্যে আসে একটি বিজ্ঞাপন। যাতে রয়েছে মানুষ খুনের বিজ্ঞাপন। ভিজিটিং কার্ডে বড় বড় হরফে লেখা হাফ মার্ডার ও ফুল মার্ডার করা হয়। যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বরও দেওয়া রয়েছে সেখানে। রীতিমতো সাড়া পড়ে যায় ক্যানিংয়ে। নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।
এরপর ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত বুলেট ওরফে মোরসেলিম মোল্লাকে। তারপর মোরসেলিম মোল্লার বাড়ি তল্লাশি করে একটি বন্দুক, দু রাউন্ড কার্তুজ ও বেশকিছু ভিজিটিং কার্ড উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার আদালতে তোলা হলে ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় ।
এপ্রসঙ্গে এসডিপিও ক্যানিং দিবাকর দাস বলেন, “বেআইনি অস্ত্র পাচারের ঘটনায় ২০২২ সালের অগস্ট মাসে গ্রেফতার হয়েছিল বুলেট ওরফে মোরসেলিম মোল্লা। ২০২১ এর ৭ জুলাই গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে খুন হয়েছিলেন পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি সহ তিনজন। সেই খুনের মাস্টারমাইন্ড রফিকুল সরদারের ভাগ্নে এই বুলেট।তবে ভিজিটিং কার্ড ছাপিয়ে এমন খুনের সুপারি নেওয়ার এ ধরনের কোনও ঘটনা সে আগে করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এই ভিজ়িটিং কার্ড, পোস্টার ছাপানো হল, তার খোঁজ চলছে”।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের