অমৃতবাজার এক্সক্লুসিভ - খাবার হোক বা অন্য কোন কারণেই হোক বিষক্রিয়া খুবই মারাত্মক।যদি কোনও কারণে ভয়ংকর বিষক্রিয়া হয় তবে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে/হাসপাতালে স্থানান্তর করতে হবে অথবা ডাক্তার ডাকতে হবে কিন্ত এমন পরিস্থিতি যে ডাক্তার আসছে না বা হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না , সেই সময়ের জন্য দেখে নিন প্রাথমিক ঘরোয়া চিকিৎসা।
১.রোগী যদি অজ্ঞান অবস্থায় থাকে তবে তাকে বমি করানো যাবে না।
২.শক্ত বিছানায় চিৎ করে শুইয়ে দিতে হবে যাতে পেটে চাপ না পড়ে।
৩.মাথা এমনভাবে কাৎ করে দিতে হবে যেন শ্বাস নিতে কষ্ট না হয়।
৪.রোগী যদি নিজে থেকেই বমি করে তবে তাকে আরামদায়ক পজিশনে শুইয়ে দিতে হবে, যাতে করে তার বমি কন্ঠ নালীতে আটকে না যায়।
৫.শ্বাস ক্রিয়া বন্ধ হলে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে হবে।
৬.রোগী সজ্ঞান অবস্থায় থাকলে - রোগীকে বমি করাতে হবে। প্রয়োজনে পর্যাপ্ত জল খাইয়ে গলায় আঙুল দিয়ে বমি করাতে হবে।
৭.বিষ যদি দাহ্য পদার্থ হয় তবে বমি করানো যাবে না। যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।