নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর - একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে ভোট চলাকালীন নানান বিক্ষোভ। সব মিলিয়ে সাধারণ মানুষ যখন টানাপোড়েনের মধ্যে জীবিকা নির্বাহ করছে, মৎস্যজীবীদের জন্য হাজির নতুন সমস্যা।
প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন ৬১ দিন ব্যান পিরিয়ডের জন্য কেন্দ্র সরকারের আইন অনুযায়ী মৎস্য শিকার বন্ধ রাখা হয় যেহেতু এই সময় মাছের প্রজনন এবং বৃষ্টির মরশুম। কিন্তু এবার মৎস্যজীবী থেকে ট্রলার মালিকগণ নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে নির্দেশিকা জারির অনেক আগেই মৎস্য শিকার বন্ধ করেছেন।
ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সমুদ্রে নেমে মৎস্য শিকার দামের বোঝা অনেকটাই বাড়িয়ে দিয়েছে মৎস্যজীবীদের ঘাড়ে। অন্যদিকে করোনার জেরে ও ভোট পর্ব-কর্মীর কাজে নিযুক্ত মৎস্যজীবীরা ব্যবসায় না নামার ফলে এ বছর মাছের ব্যবসা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারম্যন এ্যসোসিয়েশনের সভাপতি প্রনব কর জানান, ডিজেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধিতে মৎস্যজীবীদের ভর্তুকির দাবি জানিয়ে ও কোনো সুরাহা করেনি রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকার। তাই ব্যান পিরিয়ড শুরুর আগে থেকেই সব বন্ধ হয়েছে এবং পরবর্তী মরশুমে মৎস্যজীবীরা সমুদ্রে মৎস্য শিকারের জন্য যাবেন কি না তাও অনিশ্চিয়তা রয়েছে।
দীঘা ফিসার ম্যান এন্ড ফিস ট্রেডার্স এ্যসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস জানান, এ বছর মরশুমের শুরুতে করোনার আবহে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রা ও মৎস্য নিলাম কেন্দ্র খোলার ক্ষেত্রে অনেক ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। সরকার যদি মৎস্যজীবীদের কথা না ভাবে আগামীদিনে সামুদ্রিক মাছ বাঙালির পাতে আসবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।