নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার - রাস্তায় টম্যাটো ছড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন চাষীরা। চলতি বছরে মাত্রাতিরিক্ত ফলন হয়েছে টমেটোর, ফলে কমে গেছে বাজার মূল্য।
আলিপুরদুয়ার জেলার কামাখ্যাপুরীর কৃষকরা ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে রাস্তা জুড়ে টম্যাটো ছড়িয়ে বিক্ষোভ দেখায় শনিবার। এই বিক্ষোভ প্রদর্শনীতে সামিল ছিলেন প্রায় কয়েক শো চাষী। টমেটো উৎপাদন করে পাইকারি দামে বিক্রি করে, ফসলের দাম ওঠাতো দূর, হাটে নিয়ে যাওয়ার খরচও উঠছে না বলে দাবি করেন চাষিরা।
মাত্র ৮০ টাকায় বিক্রি হচ্ছে প্রায় এক মণ টম্যাটো। ফলে বাধ্য হয়েই শনিবার রাস্তায় নেমে টমেটো ছড়িয়ে পথ অবরোধ করে, বিক্ষোভ প্রদর্শন করে চাষিরা। চাষীদের বিক্ষোভের ফলে ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারীদের সরাতে বেশ বেগ পেতে হয় পুলিশদের।