নিজস্ব প্রতিনিধি ঢাকা - জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে আমেরিকার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকাল ৯ টা ৪৫ মিনিটে বিমানের একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। সেখানে আগামীকাল উচ্চ পর্যায়ের সাধারণ বৈঠক শুরু হবে। এর ফাঁকে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্রের খবর, এবারের অধিবেশনের বিষয় হলো বিশ্বাস পুনর্গঠন এবং বৈশ্বিক সংহতি পুনর্নিমাণ। দ্বিপাক্ষিক ক্ষেত্রে শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও স্থায়িত্ব অর্জনের উদ্দেশ্যে ২০৩০ এজেন্ডা এবং এর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সংক্রান্ত ত্বরান্বিত কর্মপন্থা প্রতিপাদ্যকে সামনে রেখেই বিশ্বনেতারা জমায়েত হবেন। এছাড়াও সেদিনের সন্ধ্যার অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনাকে একটি অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়েছেন।
প্রসঙ্গত, সেদিন বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড, ডেনমার্ক ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশের প্রধানরা আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে পারেন। পাশাপাশি সফরকালে জাতিসংঘের প্রধানের আমন্ত্রণে ক্লাইমেট অ্যাম্বিশন সামিট শীর্ষক একটি উচ্চ পর্যায়ের আলোচনাসহ বেশকিছু ইভেন্টে যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।
২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ২৬ বার ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই ,সিঙ্গাপুর সহ বিদেশের একাধিক জায়গায় গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ , দাবি শুভেন্দুর
চীনের অনুমতি না পাওয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি অরুণাচলের তিন উসু প্লেয়ার
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
এরপর কোন দালালকে দেখা গেলে শুধু পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমাদের হাতে দেবেন , রোগীদের কাছে বার্তা মদনের
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ
আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডায় বসবাসকারী খালিস্তানি সমর্থকদের ওসিআই কার্ড বা বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের
পুলিশের থেকে কোনো সাহায্য না পেয়ে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা এলাকাবাসীর
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে উনি , কিন্তু রাজ্যের বেহাল দশা নিয়ে তার কোনো হুঁশ নেই , তোপ নওশাদের
এর জেরে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক
একাধিক যাত্রীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান জল , নাজেহাল জেলাবাসী
বৈঠকে বাধ্যতামূলক ভাবে সকল উপাচার্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ
বিদেশ সফরের অভিজ্ঞতা জানতে ছেড়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ