পুজোর আগে মাথায় খুশকির সমস্যা নিয়ে চিন্তিত! দেখে নিন সমাধান

সেপ্টেম্বর ২৯, ২০২৩ দুপুর ১১:৫৯ IST
6515e4281c082_images - 2023-09-29T020558.021

অমৃতবাজার এক্সক্লুসিভ - সাধারণভাবে মাথায় হালকা মতো মরা চামড়া ওঠাকে খুশকি বলা হয়। এ ক্ষেত্রে মাথায় চুলকানি থাকে, মাথার ত্বকে কুটকুটে ভাব থাকে। মাথার চুল বেড়ে গেলে, চুল ভেজা থাকা অবস্থায় আচ চড়ালে, মাথায় ময়লা জমলে, তেল বেশি বেশি ব্যবহার করলে এবং সেই সঙ্গে মাথায় ছত্রাকের আক্রমণ ঘটলে রোগের উপসর্গ বেড়ে যায়। তাই দেখে নিন ঘরোয়া কিছু টিপস মেনে কিভাবে খুশকি দূর করবেন।

১.এক্ষেত্রে তাই একই চিরুনি অনেকে ব্যবহার বন্ধ করতে হবে। 
 

২.অনেক ক্ষেত্রেই খুশকিকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হয় না তবে দমিয়ে রাখা যায়। 
 

৩.যাদের মাথায় খুশকি হয় তাদের তেল মাখা কমিয়ে দিতে হবে অথবা বন্ধ করে দিতে হবে। 

৪.খুশকি নিয়ন্ত্রণে না রাখলে চুল পড়ে যেতে পারে। একে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি।
 

৫. অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু বাজারে এখন সর্বত্রই পাওয়া যায়। এটি ব্যবহারের মাধ্যমে একে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়।

ভিডিয়ো

Kitchen accessories online