মাঠের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ২ পরিবারের মধ্যে সংঘর্ষ , আহত ৩

ডিসেম্বর ০৩, ২০২২ বিকাল ০৭:৩০ IST
638b51c93a222_IMG-20221203-WA0039

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মাঠের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ২ পরিবারের মধ্যে তীব্র বচসা! সেই বচসা তুঙ্গে উঠে সৃষ্টি হয় মারামারিতে, মারামারির জেরে আহত তিনজন। ঘটনাটি জয়নগর থানার অন্তর্গত ঢোষা-চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের বাগচি-গোবিন্দপুর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হয়েছেন ঢোষা ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরেছে বাগচি-গোবিন্দপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার দুপুরে বাগচি-গোবিন্দপুর গ্রামের বাসিন্দা নিমাই গায়েন তার বাড়ির অদূরে চাষের জমিতে ধান কাটছিলেন। সেই জমিতে রয়েছে একটি পুকুরও । তবে আচমকাই স্থানীয় জন সাতেক যুবক নিমাই গায়েনের মাঠের পুকুরে জাল ফেলে মাছ ধরা শুরু করে। ব্যক্তিগত পুকুর থেকে কেন মাছ তোলা হবে ,এই প্রসঙ্গে গায়েন পরিবারের সদস্যরা তাদের ওপর চড়াও হয়। কিন্তু সেই বচসা ক্রমশ মারামারিতে রূপান্তরিত হয়।

ওই যুবকরা নিমাই গায়েনের উপর লাঠি নিয়ে চড়াও হয়।পাশাপাশি লাথি,ঘুঁসি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ গায়েন পরিবারের।এই ঘটনার শোরগোল ছড়িয়ে পরতেই গায়েন পরিবারে অন্যান্যরা সদস্য ও প্রতিবেশীরা দৌড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় । কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, অন্যান্য সদস্যদেরও বেধড়ক মারধর করা হয়।এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন নিমাই গায়েন,রঞ্জন গায়েন ও আইজুল বৈদ্য। 

এরপরই স্থানীয়রা আহতদের  উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।এই উত্তপ্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় ঢোষা ফাঁড়ির পুলিশ।এরপর ঘটনার বিষয়ে আক্রান্ত পরিবারের সদস্যরা স্থানীয় ঢোষা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন , সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন জয়নগর থানার পুলিশ।

ভিডিয়ো

Kitchen accessories online