মাত্র ৪ ইন্ডিয়া বুক অফ রেকর্ড জিতে তাক লাগলো বালুরঘাটের দীপান্বিতা

এপ্রিল ১৫, ২০২৩ দুপুর ০৩:৩০ IST
64398508aacae_IMG-20230414-WA0016

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর -  চার বছরের এক খুদে শিশুর অবাক করা প্রতিভায় শিশুটির নাম জায়গা পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মাত্র ২ মিনিট ২৫ সেকেন্ডে  ৬৪ টা দেশ, ২৮ টা রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীর নাম অনর্গল বলে চলেছেন এক শিশু। যা শুনে রীতিমতো অবাক শুধুমাত্র সীমান্তের বাসিন্দারাই নয়, অবাক হয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও।দেশ ও রাজ্যের নাম বলে ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুলেছে বালুরঘাটের চিঙ্গিশপুর এলাকার বাসিন্দা ছোট্ট দীপান্বিতা। বুধবার কুরিয়ারের মাধ্যমে যার শংসাপত্র পৌঁছতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তের প্রত্যন্ত এলাকাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে , বালুরঘাটের চিঙিশপুর গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম কিসমত রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার সুরজিত বর্মনের মেয়ে দীপান্বিতা বর্মন। যার বয়স মাত্র তিন বছর আট মাস। স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে রোজ যাওয়া আসা রয়েছে তার। কিন্তু হঠাৎ-ই তার মধ্যে অদ্ভুত এক প্রতিভা দেখে অবাক হন তার বাবা সুরজিত ও মা মল্লিকা রায় বর্মন। কোন জটিল শব্দ একবার তার কানে পৌঁছলেই তা কোনভাবেই ভুলছে না সে।

ছোট্ট দীপান্বিতার সে অর্থে লেখাপড়া শুরু না হলেও বিভিন্ন সময় তার বাবা মা দেশ বিদেশের বহু নাম ও তাদের রাজধানীর নাম উচ্চারণ করেন। শুধু তাই নয় নানা সাধারণ জ্ঞানের বিষয়ও তার বাবা মা নিজেদের মধ্যে আলোচনা করেন। আর তা শুনে শুনেই রীতিমতো মুখস্থ হয়ে গিয়েছে ওই ছোট্ট শিশুর। তার কাছে যেকোন দেশের রাজধানীর নাম জানতে চাইলেই তা মুহুর্তের মধ্যেই বলে দিচ্ছে ছোট্ট দীপান্বিতা। মুখস্থ রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, একাধিক রাজ্য ও রাজধানীর নাম। শুধু তাই নয়, সাধারণ জ্ঞানের বহু জটিল প্রশ্নের উত্তর তার যেন ঠোঁটের ডগায় রয়েছে। যা শুনে রীতিমতো স্তম্ভিত সীমান্ত এলাকার বাসিন্দারা।

ছোট্ট দীপান্বিতার প্রতিভা তাক লাগিয়ে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদেরও। বিএসএফের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হয়ে একাধিক বিখ্যাত হিন্দি সিনেমার ডায়ালগ দিয়ে সকলকে অবাক করেছে ছোট্ট দীপান্বিতা। তার এই প্রতিভায় মুগ্ধ হয়ে বিএসএফ জওয়ানরা দীপান্বিতার বাবাকে পরামর্শ দেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যোগাযোগ করবার। মাত্র ২ মিনিট ২৫ সেকেন্ডে ৬৪ টা দেশ, ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম বলে ফেলেন ছোট্ট দীপান্বিতা। তারপরেই তার চুড়ান্ত সফলতার কথা জানানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফে। বুধবার কুরিয়ার মারফত যার শংসাপত্র, মেডেল, বই, পেন সহ বেশকিছু জিনিস এসে পৌঁছায় বাংলাদেশ সীমান্তবর্তী ওই গ্রামে। আর তারপরেই যেন ছোট্ট দীপান্বিতাকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয় প্রত্যন্ত এলাকায়।

এই বিষয়ে প্রতিবেশী মমতা বর্মন ও শ্যামল পালরা বলেন, ছোট্ট মেয়ের এমন প্রতিভা তাদের প্রত্যেককেই অবাক করেছে। অনর্গল দেশ রাজ্যের বিভিন্ন নাম বলে চলেছে। যা তারা নিজেরাও বলতে পারবেন না। ছোট্ট দীপান্বিতা তার প্রতিভা তুলে ধরে যেভাবে গ্রামের নাম উজ্জ্বল করেছে তাতে তারা সকলে খুবই আনন্দিত।

এদিকে দীপান্বিতার মা মল্লিকা রায় বর্মন বলেন, একদম ছোট থেকেই তার মধ্যে এই প্রতিভা লক্ষ্য করছেন তারা। যা দেখে তারা নিজেরাও অবাক হয়েছেন। কিছু বিষয় আলোচনা করলেই সেটা আর সে ভুলছে না। তারপরেই তারা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যোগাযোগ করেন। যেখানে দেওয়া নির্ধারিত সময়েই তার প্রতিভা তুলে ধরতে সক্ষম হয় দীপান্বিতা। পড়াশুনার জগতে পা না দিতেই তার এমন সফলতা তাদের আনন্দ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

অপরদিকে ,বাবা সুরজিত বর্মন বলেন, এখনও পড়াশুনার কিছুই শেখেনি সে। কিন্তু তারপরেও সে এতকিছু কোথা থেকে মনে রাখছে তা বুঝে উঠেই যেন অবাক হয়ে যাচ্ছেন। তার এই প্রতিভা দেখে প্রতিবেশীরা, বিএসএফ সবাই অবাক হয়েছে। ডিউটি সেরে এসে অবসর সময়ে মেয়ের সাথে পারিপার্শ্বিক যা আলোচনা করেন সেটি সে ধরে রাখে। কিন্তু প্রত্যন্ত এলাকায় থেকে মেয়ের এই প্রতিভাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তার দুশ্চিন্তা তাকে চেপে ধরেছে। কেননা এলাকায় কোন প্রাথমিক স্কুল নেই যেখানে তাকে ভর্তি করবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে যোগাসন করুন
অক্টোবর ০২, ২০২৩

জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন        

রাশিফল, সোমবার, ১৪ আশ্বিন, ১৪৩০, ২ অক্টোবর, ২০২৩
অক্টোবর ০২, ২০২৩

একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন

দীর্ঘ ৪৫ বছরের খরা কাটল, এশিয়ান গেমসে লংজাম্পে রুপো জয় শ্রীশঙ্করের
অক্টোবর ০১, ২০২৩

 শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে

মদ মাংস খেয়ে নাটক করতে গেছে , তৃণমূলের দিল্লি অভিযানকে তীব্র কটাক্ষ সুকান্তর
অক্টোবর ০১, ২০২৩

বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর

ভারতীয় হাইকমিশনারের কাছে ক্ষমা চাওয়া উচিত ব্রিটিশ সরকারকে, মন্তব্য ব্রিটিশ সরকারের উপদেষ্টা কলিন ব্লুম
অক্টোবর ০১, ২০২৩

গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে

এগিয়ে থেকেও শ্রীকান্তে ইতি, এশিয়ান গেমসে রুপো জয় ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের
অক্টোবর ০১, ২০২৩

১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে  

আজকের ইতিহাস - ০২.১০.২০২৩
অক্টোবর ০১, ২০২৩

একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে

স্থানীয় রুটে টোটোর উপর নিষেধাজ্ঞা , প্রতিবাদে উত্তাল বারুইপুর
অক্টোবর ০১, ২০২৩

ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের

ঘরে বসেই চাকরির প্রস্তুতি পর্ব - ৬৬৪
অক্টোবর ০১, ২০২৩

আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে 

WBCS পরীক্ষার প্রস্তুতি, ২৬ সেপ্টেম্বর ৩০ সেপ্টেম্বর উত্তরপত্র
অক্টোবর ০১, ২০২৩

WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস 

প্রাইমারী TET প্রস্তুতির ১৬১ থেকে ১৬৫ নং প্রশ্নপত্রের উত্তরপত্র
অক্টোবর ০১, ২০২৩

প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology 

সম্প্রীতির মেল বন্ধন, ফাহাদকে নিয়ে মেয়ের ষষ্ঠী পুজো স্বরা ভাস্করের
অক্টোবর ০১, ২০২৩

গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর

বাঁকুড়ার পর লাভপুর , চন্দ্রকোণা সহ পুরুলিয়ায় দেওয়াল ভেঙে ৭ জনের মৃত্যু , আবাস যোজনার টাকা আটকে প্রশ্নের মুখে বিজেপি
অক্টোবর ০১, ২০২৩

আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের

এশিয়ান গেমস, জাকার্তার অ্যাকশন রিপ্লে হানঝাউতে, শটপাটে সোনা জয় ভারতের তাজিন্দরের
অক্টোবর ০১, ২০২৩

 এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল

এশিয়ান গেমস, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ইতিহাস অবিনাশ সাবলের, স্টিপলচেজ ইভেন্টে সোনা জয় ভারতীয় অ্যাথলিটের
অক্টোবর ০১, ২০২৩

১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের

ভিডিয়ো

Kitchen accessories online