নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উপনির্বাচনে জিতে মাত্র ৩ মাসের মধ্যেই 'বিশ্বাস হারা' হলো কংগ্রেস। বাম-কংগ্রেস জোটের বিশ্বাসকে ছিনিয়ে নিয়ে সাগরদিঘিকে কব্জায় নিলো তৃণমূল। এদিন মেদিনীপুরের নবজোয়ার কর্মসূচিতে অভিষেকের হাত থেকে দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগদান করলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। পতাকা হাতে নেওয়ার পর বাইরনকে উত্তরীয় পরিয়ে দলে স্বগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর এই নিয়েই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব। এই ঘটনার পর শুধু বাইরন নয় , অভিষেককেও চরম হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
এদিন তৃণমূলে যোগদান করে অভিষেকের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করে বাইরন জানান,'আমি প্রথমে কংগ্রেস প্রাথী হতে চাইনি। আমি প্রথম থেকেই তৃণমূলের। কিন্তু টিকিট না পেয়ে কংগ্রেস যায়। আমার জয়ের পিছনে কংগ্রেসের কোনো অবদান নেই। আমি কংগ্রেসের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে , আমি সাগরদিঘিতেও তা পৌঁছে দিতে চাই। আশা করি মানুষ আমার সঙ্গে থাকবে।
এই ঘটনার পরেই মমতাকে তীব্র নিন্দা করে ক্ষুব্ধ অধীর চৌধুরী জানিয়েছেন,' ভোটের পর থেকেই বাইরনকে দলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল তৃণমূল। আর বাইরনও সাগরদিঘির ভোটারদের সঙ্গে সেই বিশ্বাসঘাতকতা করলো। লোভে পরে চাকরি চোর তৃণমূলের ঝান্ডা ধরতে হলো। গোটা দেশ জানে দল ভাঙানোর খেলায় আপনি সিদ্ধহস্ত। তবে আপনার পাতা ফাঁদে আপনিই পরবেন দিদিমণি। এক মাঘে শীত কাটে না। আমি আজ চ্যালেঞ্জ করছি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে খতম করে ছাড়বো। আপনার দল ভেঙে চৌচির হয়ে যাবে'।
এদিকে অধীরকে পাল্টা চ্যালেঞ্জ করে অভিষেক জানিয়েছেন,' আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমরা ভাঙি না , আমরা গড়ি। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গোটা দেশকে একত্রিত করছি। আমি বোতাম টিপলেই কংগ্রেসের ৪ সাংসদ তৃণমূলে চলে আসবে। গোটা দেশের অনেক সাংসদ যোগাযোগ রাখছে। এমন এমন নাম আছে যা শুনলে সবাই চমকে যাবে'।
প্রসঙ্গত , সাগরদিঘির তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর গত চলতি বছরে ২৬ শে ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন হয়। ২রা মার্চ তার ফল প্রকাশ হয়। সেই ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়ে প্রায় ২৩ হাজার ভোটে জিতে যায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। এই জয়ের পর থেকেই রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সাগরদিঘি মডেল। কিন্তু মাত্র ৩ মাসেই মুখ থুবড়ে পরলো বাম-কংগ্রেসের সাগরদিঘি মডেল।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে