মদ মাংস খেয়ে নাটক করতে গেছে , তৃণমূলের দিল্লি অভিযানকে তীব্র কটাক্ষ সুকান্তর

অক্টোবর ০১, ২০২৩ রাত ১০:১৮ IST
6519a193bc52e_1689689951_sukanta-lead

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - আগামীকাল গান্ধী জয়ন্তী। তার আগে এদিন দেশ জুড়ে পালিত হলো স্বচ্ছতাই সেবা কর্মসূচি। সেই উপলক্ষ্যেই এদিন মোদির মতো ঝাড়ু হাতে নামতে দেখা গেছে বঙ্গ বিজেপির নেতা-নেত্রীদের। দক্ষিণবঙ্গে শুভেন্দুর পাশাপাশি উত্তরবঙ্গে এসে এই বিশেষ কর্মসূচি পালন করলেন রাঁয় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনালে এদিন পালিত হলো স্বচ্ছতা অভিযান। তবে এদিনের এই অভিযানে দিল্লি থেকে বাংলায় এলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। কর্মসূচি শেষে তৃণমূল দিল্লি অভিযানকে তীব্র কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার।

স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন এই কর্মসূচিতে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে হয়ে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনালে আসেন স্মৃতি ইরানি। এরপর শুরু হয় স্বচ্ছতাই সেবা কর্মসূচি। কর্মসূচি শেষে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত মজুমদার সহ স্মৃতি ইরানি। তার আগে সুকান্ত মজুমদার সহ স্মৃতি ইরানিকে দেখে বেশ কিছুটা অবাক হয়েছে পাহাড়বাসী। ঝাড়ু হাতে কর্মসূচিতে যোগ দেয় একাধিক বিজেপি কর্মীরাও।  

কর্মসূচি শেষে স্মৃতি ইরানিকে পাশে নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন,' বাংলার সব থেকে বড় জঞ্জাল এই তৃণমূল। যতদিন না পর্যন্ত এই সরকার ডাস্টবিনে যাবে ততদিন রাজ্যের মানুষ রেহাই পাবে না। এতদিন বাংলার মানুষকে জ্বালিয়েছে , এবার মদ মাংস খেয়ে দিল্লির মানুষকে জ্বালাতে গেছে। ২ দিন একটু নাটক করার শখ হয়েছে। এখন বলতে ট্রেন-প্লেন দেওয়া হচ্ছে না। আমাদের তো রাজ্যে মিটিং করার অনুমতিও দিতেন না , তখন মনে হয়নি? উত্তরপ্রদেশে আমরা বিরোধীদের সঙ্গে মানুষের মতোই আচরণ করি। যখন যাচ্ছেন , একটু ভালো ব্যবহার শিখে আসবেন'।

ভিডিয়ো

Kitchen accessories online