নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - চলতি মাসেই রাস্তায় বসে থাকা আদিবাসী ব্যক্তির মুখে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল মধ্যপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে। সেই ঘটনার জলখোলা কম হয়নি। এবার এই ঘটনা ঘটলো বাংলাতেও। খোদ বিজেপি পোলিং এজেন্টকে ব্যাপক মারধর করে জলের নামে তার মুখে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কর্মীদের ওপর। আক্রান্ত বিজেপি পোলিং এজেন্টের নাম বরুণ রুইদাস। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার গড়বেতার মায়তাতে। বিস্ফোরক এই অভিযোগ অস্বীকার করেছেন শাসকদল।
স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল তৃণমূল সমর্থকরা ভোটে জেতার পর বিজয় উৎসব করছিল। সেই সময় পোলিং এজেন্ট বরুণ রুইদাসের মুখোমুখি হয় তারা।এরপর বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে এসে মারধর করা হয়। অভিযোগ, তাকে চারিদিক থেকে ঘিরে ধরা হয়। তারপর তার কাছে ফিস্ট করার টাকা চাওয়া হয়। তিনি তা দিতে না-চাওয়ায় মারধর করা হয়। মার খেতে খেতে তিনি যখন প্রায় অজ্ঞান হয়ে পরেছেন, তখন তিনি জল খেতে চান। তখনই তার মুখে প্রস্রাব করা হয় বলে অভিযোগ।
ইতিমধ্যেই আক্রান্ত বিজেপি কর্মী মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। রাতে রাজ্য বিজেপির সহ সভাপতি সমিত দাস তাকে দেখতে যান।এদিকে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ উঠেছে। পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার দাবি, ‘এমন কোনও ঘটনায় ঘটেনি। সবটাই গুজব। হেরে গিয়ে মানুষের কাছে মুখ দেখাতে পারছেন না বিজেপির নেতারা। তাই মিথ্যে কুৎসা করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।’
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি