মধ্যপ্রদেশে ১২ বছরের মেয়েকে ধর্ষণ, অর্ধনগ্ন অবস্থায় দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর ভিডিও ভাইরাল

সেপ্টেম্বর ২৭, ২০২৩ রাত ১০:৪২ IST
65143d7361abb_Screenshot_2023-09-27-20-04-07-80_680d03679600f7af0b4c700c6b270fe7

নিজস্ব প্রতিনিধি, উজ্জয়িনী - দিনের পর দিন মানুষের জীবনে বাড়ছে আধুনিকতার ছোঁয়া। যদিও মানুষের কার্যকলাপে সেটি সবসময় ফুটে ওঠে না। দিনের পর দিন হওয়া ধর্ষণ সেটারই উদহারন। সম্প্রতি ফের ধর্ষনের ঘটনা সামনে এলো। অর্ধনগ্ন অবস্থায় দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে একটি ১২ বছরের মেয়ে। পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত। সাহায্যের জন্য এগিয়ে আসছেন না কেউ। মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার বারনগর এলাকার এই ঘটনা। রাস্তায় বিধ্বস্ত মেয়েটি কাতর আর্তি শুনে সাহায্যের জন্য এগিয়ে আসছে না কেউ। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি ডাক্তারি পরীক্ষা হয়েছে। ধর্ষণ করা হয়েছে ওই নাবালিকাকে। রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজই ভাইরাল হয়েছে। এক আশ্রমের পুরোহিত মেয়েটির বিষয়ে আমাদের জানান। কোথাও আশ্রয় না পেয়ে মন্দিরে যায় মেয়েটি। নাবালিকাকে ওই অবস্থায় দেখে তার গায়ে একটি তোয়ালে জড়িয়ে দেন পুরোহিত। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত করেন তাকে ধর্ষন করা হয়েছে। পরে ইন্দোরে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।

পুলিশ তদন্তে সামনে আসে, আপাতত নাবালিকা মেয়েটি তার বাড়ি এবং বাবা-মা সম্পর্কে কিছুই বলতে পারেনি। তবে ভাষা শুনে তাদের মনে হয়েছে সে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। অভিযুক্তের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। অভিযুক্ত অজ্ঞাত হওয়ায় আপাতত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এই ঘটনা পকসো মামলাও যুক্ত করা হয়েছে। ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি হয়েছে বলে পুলিশ সুপার জানান। এবিষয়ে পুলিশ খুব শীঘ্রই কড়া ব্যবস্থা নেবেন।

ভিডিয়ো

Kitchen accessories online