সেন্ট পলস ক্যাথিড্রালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ডিসেম্বর ২৫, ২০২১ রাত ০২:২৪ IST
61c618cd1c237_IMG_20211224_235901

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনে যিশুখ্রিস্টের জন্ম তিথি উপলক্ষ্যে নানান আনন্দ-উৎসবে মেতে ওঠে গোটা দেশ। ঠিক সেইভাবেই  নজরকাড়া চিত্র দেখা যায় কলকাতাতেও। সারারাত ধরে তিলোত্তমা শহরের আনাচে কানাচে নানান অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করে শহরবাসীরা।  তবে শনিবার অর্থাৎ বড়দিনের আগে ক্যাথিড্রাল চার্চে উপস্থিত হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার মধ্যরাতে অর্থাৎ প্রায় ১১টা নাগাদ দলীয় সদস্যদের নিয়ে ক্যাথিড্রাল চার্চে উপস্থিত হন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখানে সকল ফাদারদের সঙ্গে একত্রিত হয়ে প্রার্থনা সঙ্গীত গান মুখ্যমন্ত্রী। 

এছাড়াও দীর্ঘক্ষন চার্চের প্রার্থনা কক্ষে ছিলেন তিনি।  

উল্লেখ্য , দীর্ঘ দেড় বছর ধরে মহামারি করোনাকাল কাটিয়ে বড়দিন উপলক্ষ্যে বহু আগে থেকেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশানুসারে সেজে উঠেছিল গোটা কলকাতা শহর। কলকাতার এমন একটি গলিও বাদ পড়েনি যেখানে ছোঁয়া পড়েনি আলোর । যথারীতি গোটা শহরকে আলোকসজ্জায় সজ্জিত করে যিশুখ্রিস্টের জন্মদিন উদযাপিত করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

যদিও মমতা ব্যানার্জির নির্ধারণ অনুসরণ করেই গোটা শহর সেজে ওঠে দু'দিন আগেই। শনিবার ক্রিসমাস ডে হওয়ার কারণে শুক্রবার মধ্যরাতে যিশুখ্রিস্টের দরবারে ক্যাথিড্রাল চার্চে  আসেন মুখ্যমন্ত্রী।  সেখানে সকলের উপস্থিতিতে দীর্ঘক্ষন সময় কাটান তিনি।

ভিডিয়ো

Kitchen accessories online