নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মদ্যপ অবস্থায় স্ত্রী ও কন্যাকে বেধড়ক মারধর। পরবর্তীতে গোটা বাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম অনির্বাণ সেন, ডাকনাম পিন্টু। পেশায় সিকিউরিটি গার্ড। বৃহস্পতিবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকায়।
স্থানীয় সূত্রের খবর , রোজ রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ঢোকে অনির্বাণ সেন তথা পিন্টু। গতকাল রাতেও একই ভাবে মদ্যপ অবস্থায় বাড়ি এসে বেধড়ক মারধর করে স্ত্রী ও তার ১১ বছরের কন্যাকে। তাদের বাড়ি থেকেও তাড়িয়ে দেয় অভিযুক্ত ব্যক্তি। রাতে এলাকায় চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। এরপরই অনির্বাণকে বেশ কিছু সময় ধরে বোঝানোর পর শান্ত হয় পরিবেশ।
অভিযোগ , এলাকার প্রতিবেশীরা অনির্বাণের বাড়ি থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেয় অনির্বাণ। আগুনের কালো ধোঁয়া উঠতেই ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী। এরপরই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কাঁচা বাড়ি হওয়ার কারণে আগুন নেভানোর আগেই পুড়ে ভষ্মে পরিণত হয় গোটা বাড়ি। তবে সেই সময় বাড়িতে কোন সদস্য না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। পরবর্তীতে থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে গোটা বিষয়টা তদন্ত করে দেখছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
ঘটনার বিষয়ে পঞ্চায়েত সদস্য কল্লোল ঘোষ জানিয়েছেন,' অনির্বাণ সেন একজন সক্রিয় তৃণমূল কর্মী। তবে গতকাল রাতে তিনি যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই নক্করজনক। তাদের বাড়ি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় এখন রাস্তায় বসেছে পরিবারের সদস্যরা। অনির্বাণের বড় মেয়ে বর্তমানে একাদশ শ্রেণীর পরীক্ষা দিচ্ছিল। তবে আসবাবপত্র সহ সমস্ত বই খাতা পুড়ে যাওয়ায় খুব অসুবিধায় পড়েছে পরীক্ষার্থী। দলের তরফ থেকে আমরা অনির্বাণ সেনের পরিবারের সদস্যদের পাশে রয়েছি তবে অনির্বাণের পাশে নেই। সে যতই তৃণমূল কর্মী হোক না কেন অন্যায়কে কখনোই প্রশ্রয় দেবে না তৃণমূল এবং প্রশাসন'।
অন্যদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত অনির্বাণ সেনের মেয়ে জানিয়েছেন,'গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে মাকে এবং আমাকে বেধড়ক মারধর করছিল বাবা। দাদা বাবাকে ঠেকাতেই আমরা মারের হাত থেকে রেহাই পাই। এরপর আমাদের বাড়ি থেকে বের করে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। বাবার রোজকার এই ঘটনার বিষয়ে আমরা অভিযোগ দায়ের করেছি'।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক