মদ্যপানের অভ্যাস ছাড়া খুবই কঠিন। অনেকেই আছেন যারা পরিবার, বন্ধুবান্ধব, অফিসের সহকর্মী এমনকি, চিকিৎসকের বারণ সত্ত্বেও মদ্যপান করে যাচ্ছেন। যোগাসনের নিয়মিত অভ্যাস সুস্থ ও সবলভাবে শারীরিক ও মানসিক ক্ষমতা সৃষ্টি করে। তাই তারা মদ্যপান ছাড়তে যোগাসন করুন।
প্রাণায়ম -
পদ্ধতি - প্রথমে আপনার দুটি পা জোরো করুন। এরপর একটা পায়ের উপর একটা পা তুলুন। এবার আপনার একটা হাতের আঙ্গুল দিয়ে নাকের কাছে আনুন। এরপর লম্বা ও গভীর নিশ্বাস নিন।
সময় - টানা ৩ মিনিট এই যোগাসন করতে হবে।
জেনে নিন অনিয়মিত পিরিয়ড রুখতে কোন কোন যোগাসন করবেন
জেনে নিন ত্বকের যেকোনো সমস্যা দূর করতে কোন কোন যোগাসন করবেন
জেনে নিন ড্রাগের নেশা ছাড়তে কোন কোন যোগাসন করবেন
ঘরোয়া কিছু পদ্ধতির মাধ্যমে আপনি মাইগ্রেনের সমস্যা ধীরে ধীরে দূর করতে পারেন
জেনে নিন অ্যাসিডিটির সমস্যা দূর করতে কোন কোন যোগাসন করবেন