রাজ্য এলেন মেধা পাটেকর

এপ্রিল ০৮, ২০২১ বিকাল ০৭:৪৩ IST
606f09eb78732_WhatsApp Image 2021-04-08 at 19.15.23

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট একদিনের সফরে সমাজকর্মী মেধা পাটেকর, সমাজকর্মী যোগেন্দ্র যাদব সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ব দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসেছেন। আজ সকালে বালুরঘাটের একটি সাংবাদিক সম্মেলনে মেধা পাটেকর সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে কৃষক আন্দোলনের পক্ষে দাঁড়ান। তিনি বলেন, “কৃষকরা এতদিন ধরে আন্দোলন করছে মোদিজি কোনো সুরাহা করছেন না বিজেপি তো কৃষক বিরোধী পার্টি হিসেবে প্রমানিত হয়েই গেছে। কিন্তু গোটা দেশে কৃষকদের পক্ষে মানুষ একজোট হচ্ছেন কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির বিরোধিতা করছে সাধারণ মানুষ।”  

বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপির বিপক্ষে ভোট দেবে এমনটাই মত তার। মেধা পাটেকর বলেন, “পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক ভেদাভেদ আনার চেষ্টা হচ্ছে তার নিন্দা করে বলেন বাংলা ভূমি নজরুল, ক্ষুদিরাম, রবীন্দ্রনাথ-এর পুন্যভুমি। এই ভূমিতে সাম্প্রদায়িক ভেদাভেদ শোভা পায় না। বাংলার মানুষ আসা করি বিজেপির বিপক্ষেই ভোট দেবে।”   

শুধু কৃষি নীতি নয় মেধা পাটেকর-এর বক্তব্যে দক্ষিণ দিনাজপুরের অন্যতম নদী আত্রেয়ী সমস্যার কথাও উঠে এসেছে। মেধা বলেন, আত্রেয়ী নদী শেষ হয় যাচ্ছে। মোদিজি বাংলাদেশে গিয়ে যা কিছু বলে আসতেই পারেন কিন্তু সত্যি এটাই এই বাংলাদেশের নদীগুলি মরে যাচ্ছে।”

মেধা আরও বলেন, “সিবিআই থেকে শুরু করে মিডিয়া আদালত ভারতবর্ষের গনতন্ত্রের প্রত্যেক স্তম্ভকে বিজেপি নিজেদের গোলাম করে রেখেছে। কেউ মুখ খুললেই তাঁকে জেলে পুড়ে দেওয়া হচ্ছে।” 

ভিডিয়ো

Kitchen accessories online