নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট একদিনের সফরে সমাজকর্মী মেধা পাটেকর, সমাজকর্মী যোগেন্দ্র যাদব সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ব দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসেছেন। আজ সকালে বালুরঘাটের একটি সাংবাদিক সম্মেলনে মেধা পাটেকর সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে কৃষক আন্দোলনের পক্ষে দাঁড়ান। তিনি বলেন, “কৃষকরা এতদিন ধরে আন্দোলন করছে মোদিজি কোনো সুরাহা করছেন না বিজেপি তো কৃষক বিরোধী পার্টি হিসেবে প্রমানিত হয়েই গেছে। কিন্তু গোটা দেশে কৃষকদের পক্ষে মানুষ একজোট হচ্ছেন কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির বিরোধিতা করছে সাধারণ মানুষ।”
বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপির বিপক্ষে ভোট দেবে এমনটাই মত তার। মেধা পাটেকর বলেন, “পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক ভেদাভেদ আনার চেষ্টা হচ্ছে তার নিন্দা করে বলেন বাংলা ভূমি নজরুল, ক্ষুদিরাম, রবীন্দ্রনাথ-এর পুন্যভুমি। এই ভূমিতে সাম্প্রদায়িক ভেদাভেদ শোভা পায় না। বাংলার মানুষ আসা করি বিজেপির বিপক্ষেই ভোট দেবে।”
শুধু কৃষি নীতি নয় মেধা পাটেকর-এর বক্তব্যে দক্ষিণ দিনাজপুরের অন্যতম নদী আত্রেয়ী সমস্যার কথাও উঠে এসেছে। মেধা বলেন, আত্রেয়ী নদী শেষ হয় যাচ্ছে। মোদিজি বাংলাদেশে গিয়ে যা কিছু বলে আসতেই পারেন কিন্তু সত্যি এটাই এই বাংলাদেশের নদীগুলি মরে যাচ্ছে।”
মেধা আরও বলেন, “সিবিআই থেকে শুরু করে মিডিয়া আদালত ভারতবর্ষের গনতন্ত্রের প্রত্যেক স্তম্ভকে বিজেপি নিজেদের গোলাম করে রেখেছে। কেউ মুখ খুললেই তাঁকে জেলে পুড়ে দেওয়া হচ্ছে।”
অনূর্ধ্ব ২০ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে দক্ষিণ কোরিয়ার ইচিয়নে
১৪ মাস আগেও ওই সেতুটি ভেঙে পড়েছিল
বিরোধী দলগুলি রেলমন্ত্রীর পদত্যাগের জন্য দাবি জানিয়েছে
আগামী ৭ই জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
কয়েক মাস পরেই হবে পাকিস্তানের সাধারণ নির্বাচন
নন্দীগ্রামে আহতদের বাড়ি বাড়ি মিষ্টি , ফল , হরলিক্স সহ অর্থ সাহায্য পাঠালেন শুভেন্দু
আমেরিকা সফরে রয়েছেন রাহুল গান্ধী
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
এত মানুষের মৃত্যুর পর তো ক্ষমা চাইতে পারতেন , তোপ মমতার
গ্রেফতারের সময় অভিযুক্তদের থেকে উদ্ধার ১ কেজি ব্রাউন সুগার সহ প্রায় ৮ লক্ষ টাকা
সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনে এক সেনাসদস্যের মৃত্যু হয়
আমি রেলমন্ত্রী থাকাকালীন নিহতের পরিবারের একজনকে চাকরি দিতাম , নবান্ন থেকে দাবি মুখ্যমন্ত্রীর
রিয়ালের স্বর্ণযুগের অন্যতম প্রধান কান্ডারি ছিলেন বেঞ্জেমা
চোখ বন্ধ করলেই করমন্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার ছবি ভেসে উঠছে
শুকবার সন্ধ্যা যেন দেশবাসীর কাছে একটা অভিশাপ