নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - প্রকাশ্যেই বেড়ে উঠছে বে-আইনি গাঁজা গাছ। এমন ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের কেরানীতলার পুরসভার সুলভ শৌচালয়ের বাগানে। এমনকি সেখানে সন্ধ্যার পর রমরমিয়ে চলে গাঁজার আসরও। ঘটনাটি এলাকাবাসীদের চোখে পড়তেই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। এবিষয়ে প্রশ্ন উঠছে পৌরসভার নজরদারি নিয়ে।
সূত্রের খবর , পুরসভার শৌচালয়ের বাগানে রাস্তার ধারে এভাবে বে-আইনি গাঁজা গাছ বেড়ে উঠতে দেখায় আপত্তি করেন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় পুরসভা কর্তৃপক্ষকে। পুরসভার তরফ থেকে জানানো হয় , এই বিষয়টি তাদের জানার বাইরে ছিল। তবে তারা সরেজমিনে খতিয়ে দেখবেন বিষয়টি। কে বা কারা এই ধরনের বেআইনি কাজ করেছেন। তাদের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থাও গ্রহণ করবেন।
এলাকাবাসীরা জানান , যে বা যারা সেখানে গাঁজার আসর বসান তাদেরই কেউ গাজার বীজ এনে পুরসভার শৌচালয়ের বাগানে সেটি রোপণ করেন নিজেদের স্বার্থে। আমরা প্রায় সন্ধ্যার পর এখানে তীব্র গাঁজার গন্ধ পাই। এ বিষয়ে পুরসভা কর্তৃপক্ষের বিশেষ নজরদারির দরকার আছে বলে আমরা মনে করি।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।