নিজস্ব প্রতিনিধি , মেক্সিকো - যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মেক্সিকোতে। ঘটনাটি ঘটেছে শুক্রবার মেক্সিকোর ওক্সাকা রাজ্যে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। আহত হয়েছেন ২৭ জন। আহতের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। অতিরিক্ত গতির ফলেই এই দুর্ঘটনা বলে জানা গেছে প্রাথমিক তদন্তে।
সূত্রের খবর , বাসটি শুক্রবার ভোরের দিকে ওক্সাকা এবং তার প্রতিবেশী রাজ্য পুয়েব্লাকে সংযোগকারী একটি হাইওয়ে ধরে যাচ্ছিলো। তার তখনই বাসটির দ্রুত কারনে উল্টে গিয়ে ওই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ১৬ মারা গেছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছে, যাদের ভেনেজুয়েলা ও হাইতির বাসিন্দা। আর ৩৯ জন আহতকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত , সাম্প্রতিক কালে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সংলগ্ন এলাকা দিয়ে প্রচুর অভিবাসনপ্রত্যাশীর আগমন ঘটছে। এর ফলে দুর্ঘটনাও বেড়ে গেছে। চলতি মাসের শুরুতেই মেক্সিকোয় অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক উল্টে ভয়াবহ দূর্ঘটনায় ঘটে। সেই দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়।