মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এ গ্রেডের ব্যবহার , তীব্র বিতর্কে কল্যাণী বিশ্ববিদ্যালয়

অক্টোবর ০৯, ২০২৩ বিকাল ০৫:০৭ IST
6523d5d7c585c_images (18)

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ২০২১ সালেই মেয়াদ শেষ 'এ' গ্রেডের। তা সত্ত্বেও দুবছর ধরে 'এ' গ্রেডের তকমা বয়ে বেড়াচ্ছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের মান পরিমাপের জন্যও করা হয়নি নতুন করে কোনো আবেদন। এই নিয়ে জোর শোরগোল ওঠে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে।

মূলত ভারতের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান নির্ণয় , সংহতি স্থাপন , এবং পরিচর্যা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি। তারই একটি সংস্থা জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ অর্থাৎ ন্যাক, বিশ্ববিদ্যালয়গুলির মান মূল্যায়ন করেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ও পরিকাঠামোর নিরিখে 'এ'গ্রেডের তকমা পায় ২০১৬ সালের ডিসেম্বর মাসে। তার মেয়াদ ২০২১ সালে শেষ হয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু করে রেজিস্টারগুলিতেও 'এ' গ্রেডের তকমা এখনো ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা জানান , আমাদের বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়ে চলছে গন্ডগোল। যার কারণে ন্যাক ভিজিট হচ্ছে না এবং বিশ্ববিদ্যালয়ের এনআইআর মানও কমে যাচ্ছে। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা। বর্তমানে ঐতিহ্য নেই অতীতকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা চলছে। এরপর দেখার পালা ন্যাক বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এলে কল্যাণী বিশ্ববিদ্যালয়কে কত গ্রেড দেন।

ভিডিয়ো

Kitchen accessories online