নিজস্ব প্রতিনিধি, মুম্বাই – রবিবার সন্ধ্যায় উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয় হরমনপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্স ও মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম সংস্করণে অসাধারণ জয় মুম্বাইয়ের।
দিল্লির ওপেনার থেকে মিডল অর্ডার মুম্বাইয়ের বোলারদের সামনে মুখ থুবড়ে পরেছিল। একটা সময় মনে হয়েছিল ১০০ রানের গন্ডিও টপকাতে পারবে না দিল্লি। তবে শেষের দিকে শিখা পান্ডে ও রাধা যাদব ম্যাচের মোর ঘুরিয়ে দেন। তাদের দাপটে ১৩১ রান তোলে দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে দিল্লি। দুই ওপেনার মেগ ল্যানিং ৩৫(২৯) রান ও শেফালি ভার্মা ১১(৪) রান তোলেন। অ্যালিস ক্যাপসি ও অরুন্ধতী রেড্ডি রানের খাতা খুলতে ব্যর্থ। মারিজানে কাপ ১৮(২১) রান করে সাজঘরে ফেরেন। বাকি দিল্লির ক্রিকেটাররা সেভাবে রান করতে পারেননি।
শিখা পান্ডে ২৭(১৭) রান ও রাধা যাদব ২৭(১২) রান তুলে অপরাজিত ছিলেন। মুম্বাইয়ের হয়ে ইসি ওং ৩ টি, হেইলি ম্যাথুজ ৩ টি ও অ্যামেলিয়া কের ২ টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে জয় পেল মুম্বাই। দুই ওপেনার হেইলি ম্যাথুজ ১৩(১২) রান ও যস্তিকা ভাটিয়া ৪(৩) রান তোলেন।
অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩৭(৩৯) রান করে আউট হন। ন্যাট সিবার ৬০(৫৫) রান ও অ্যামেলিয়া কের ১৪(৮) রান করে অপরাজিত ছিলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে রাধা যাদব ১ টি ও জেস জোনাসন ১ টি করে উইকেট নেন।
ভারত – ১৭
থাইল্যান্ড – ০
আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালানোর অভিযোগে নিপুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল
বাঁকুড়া-মালদহ সহ একাধিক জেলায় পথ অবরোধ করে বিক্ষোভ কুড়মিদের
ইতিহাসের পাতায় নাম লেখাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
অগ্নিবীর টেকনিক্যাল পরীক্ষার প্রস্তুতিতে আজ গণিত
রবিবার ৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে লড়াই চলে
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
গতকাল যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এটি তারই উত্তরপত্র
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
ANM & GNM প্রস্তুতিতে আজ পরিবেশবিদ্যা
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯