ক্যাটরিনার সঙ্গে পুজো কাটছে ঋতাভরীর , সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট অভিনেত্রীর

অক্টোবর ০৫, ২০২২ দুপুর ০২:৪৬ IST
633d3f4c572d3_IMG_20221005_134808

নিজস্ব প্রতিনিধি , মুম্বাই -  শেষ লগ্নে এসে পৌঁছেছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। এই চারটে দিন সমস্ত ব্যস্ততা ভুলে শারদোৎসবে মেতে ওঠেন আমজনতা থেকে শুরু করে টলি সেলেবরা। সোশ্যাল মিডিয়ায় পুজো উদযাপনের ছবি সকলের সঙ্গে শেয়ার করে নেন তারকারা। এবার নবমীতে নেটমাধ্যমে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ছবি পোস্ট করলেন বং ক্রাশ ঋতাভরী। একটি বিপণী সংস্থার অনুষ্ঠানে অভিনেত্রীর সঙ্গে সাক্ষাতের ঝলক সকলের সঙ্গে শেয়ার করে নেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ছবিটিতে পাশাপাশি দেখতে পাওয়া গিয়েছে ক্যাটরিনা ও ঋতাভরীকে। দুই অভিনেত্রীর পরনেই রয়েছে লেহেঙ্গা, যা নজর কেড়েছে নেটিজেনদের। 

ছবিটি শেয়ার করে ঋতাভরী লেখেন, ' সুন্দরী ও মিষ্টি ক্যাটরিনা কাইফের সঙ্গে। আমি ওনাকে কতটা ভালোবাসি ও শ্রদ্ধা করি ভাষায় প্রকাশ করতে পারবো না।' এর আগেও একটি বিজ্ঞাপনে ক্যাটরিনার সঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল ঋতাভরীকে। ফেস্টিভেল উপলক্ষে বিপণী সংস্থার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনও।

ভিডিয়ো

Kitchen accessories online