নিজস্ব প্রতিনিধি, দিল্লি - লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে দীর্ঘ ২৭ বছরের অপেক্ষিত মহিলা সংরক্ষণ বিল। যদিও এই বিলের কৃতিত্ব কার? তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তবে সব বাধা অতিক্রম করে পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। এই আবহে মোদি সরকারকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এদিন সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, 'মহিলা সংরক্ষণ বিল খুবই ভাল বিষয়। কেউ জানে না এই বিল কবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এটা শুধুমাত্র বিভ্রান্ত ও বিভাজনের করার চেষ্টা। আসলে এই সংরক্ষণ আজই কার্যকর করা যায়। কিন্তু সরকার তা চাইছে না। সরকার দেশের সামনে এই বিল পেশ করল কিন্তু এটা ১০ বছর পর কার্যকর করবে'।
উল্লেখ্য, রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের জন্য মোট ভোট পরে ২১৫ টি। এর মধ্যে ২১৫ টি ভোটই ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিলের পক্ষে পরেছে। বিপক্ষে কোনো ভোটই পরেনি।