ভর দুপুরে মহিলাকে শ্লীলতাহানি, গ্রেফতার ১

আগস্ট ২৪, ২০২১ রাত ১০:৪২ IST
61250dbdc9e24_IMG-20210824-WA0055

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - পথচলতি এক মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার যুবক। যুবককে গ্রেফতার করে রাস্তায় কর্মরত এক ট্রাফিক পুলিশ। ঘটনাটি ঘটেছে বিবেকানন্দ রোড ও চিত্তরঞ্জন এভিনিউ  ক্রসিং এরিয়ায়।


মঙ্গলবার বেলা বারোটা নাগাদ বিবেকানন্দ রোড ও চিত্তরঞ্জন এভিনিউ ক্রসিংয়ে এক মহিলাকে অনুসরণ করছিলো এক যুবক। কিন্তু প্রাথমিক থেকে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে এক প্রকার মহিলাটিকে ধাওয়া করতে থাকে ওই যুবক। কার্যত ওই যুবকের থেকে বাঁচতেই অটোতে উঠে পড়েন তিনি। কিন্তু সেখানেও পৌঁছে তাকে রীতিমত শ্লীলতাহানি করার চেষ্টা করে ধৃত যুবক। এমন ঘটনা ঘটায় চিৎকার-চেঁচামেচি করলে সেখানে ছুটে আসে রাস্তায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট কৌশিক চক্রবর্তী।


পরবর্তীতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে স্থানীয় গিরিশ পার্ক থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ধৃতকে গ্রেফতার করে নিয়ে যায় গিরিশ পার্ক থানার পুলিশ। কার্যত এক ট্রাফিক গার্ডের এমন কাজে সাধুবাদ জানিয়েছেন সকলে।

ভিডিয়ো

Kitchen accessories online