নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদনীপুর - বেশ কিছুদিন ধরে ৬ মাস থেকে ২ বছরের শিশুরা জ্বর-সর্দি- কাশি কিংবা শ্বাসকষ্টজনিত কারণে প্রতিদিন গড়ে ২০ জন শিশু ভর্তি হয়েছে মেদনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এইসবের জন্য আর. এস ভাইরাসকে দায়ী করছেন মেদনীপুর মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, “আরএস ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দাপট অনেক বেড়েছে। ফলে বেশিরভাগ শিশু এই দুটি ভাইরাসে আক্রান্ত হয়েই মেডিক্যাল কলেজে ভর্তি হচ্ছে।“
মেদিনীপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগের প্রধান ডাঃ তারাপদ ঘোষ জানিয়েছেনে, আবহাওয়া পরিবর্তনের সময় এই ভাইরাস সক্রিয় হয়। চলতি বছরে এই ভাইরাস অতিমাত্রায় সক্রিয় হবে। এই আর.এস ভাইরাসের পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা ও প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দাপটও অনেক বেশি। শিশুদের শ্বাসকষ্টের জন্য আর. এস ভাইরাসের দাপট অনেক বেশি। ৬ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জার হারও অনেক মারাত্মক। এই কারণে মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ ও শিশু বিভাগ খড়্গপুর আইআইটি'র সঙ্গে যৌথভাবে একটি গবেষণা শুরু করতে চলেছে। সেখানে দেখা হবে, গর্ভবতী মায়েদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকাকরণের মধ্য দিয়ে সদ্যজাত শিশুদের অর্থাৎ ৬ মাস পর্যন্ত বয়সী শিশুদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা'র হার কমানো যাচ্ছে কিনা।
“পাশাপাশি মায়ের কাছ থেকে শিশুরা ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হচ্ছে কিনা তাও স্টাডি করা হচ্ছে। একইরকম ভাবে মায়ের টিকাকরণে শিশুর শরীরে প্রতিরোধক অ্যান্টিবডিও পৌঁছাবে বলে মনে করছি। ফলে ৬ মাস অবধি শিশুর মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে।” সেই সঙ্গে খড়্গপুরের রেলওয়ে হাসপাতাল এবং খড়্গপুর মহকুমা হাসপাতালও যোগ দেবে এই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও খড়্গপুর আইআইটি’র যৌথ গবেষণায়। মেডিক্যাল কলেজ সূত্রে জানাগেছে, প্রোটোকল মেনে চিকিৎসা করার পর প্রায় একশো শতাংশ শিশুই সুস্থ হয়ে উঠছে।
অগ্নিগর্ভ রাজস্থান , বন্ধ ইন্টারনেট পরিসেবা , গ্রেফতার ২
ফের নিম্নমুখী রুপোর দাম
অপরিবর্তিত সোনার দাম
এবার থেকে গোটা কোম্পানি সামলাবে মুকেশ পুত্র আকাশ আম্বানি
পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের দুই হাবিলদারকে হত্যা
অভিযোগ সম্পূর্ণ মিথ্যে , দাবি বিধায়ক পরেশ রামদাসের
মহিলাকে বেধড়ক মারধর করে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ
সুদীপ্ত সেন নাম বলার পরেও সিবিআই কিছু করছে না , বাধ্য হয়ে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল কর্মী গৌতম বিশ্বাস
মৃত খালাসির পরিচয় জানার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ
বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় আসার পথে গ্রেফতার অভিযুক্তরা
নিকাশি ব্যাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর
গ্রেফতার হওয়া বেশিরভাগ অভিযুক্তই ভিন রাজ্যের বাসিন্দা
৫ বছর ধরে আমাদের লড়াই চলছে , আগামীতেও চলবে , দাবি বিক্ষোভকারী পরীক্ষার্থীদের
আদালত অনুমতি না দিলে সম্ভাব নয় , আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন , চাকরি আটকে যাচ্ছে , মামলা না করতে - মুখ্যমন্ত্রী