EVM-এর সিরিয়াল নম্বরে মিস ম্যাচ

এপ্রিল ২৬, ২০২১ সকাল ০৯:৩৬ IST
60862f2724c74_evm machine

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - সোমবার রাজ্যে সপ্তম দফার নির্বাচনে সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। আসানসোল উত্তর বিধানসভার ২৮১/৩৮ নম্বর বুথে ভোট গ্রহণের শুরুতেই EVM-এর সিরিয়াল নম্বর মিস ম্যাচ করায় ভোটদান প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। 

এই ঘটনায় প্রিসাইডিং অফিসারের পক্ষ থেকে নির্বাচনী এজেন্টকে ডেকে পাঠানো হয়। অন্যদিকে প্রার্থীদের পক্ষ থেকে রিটার্নিং অফিসারকে খবর দেওয়া হয় ৷ ভোট গ্রহণের শুরুতেই ভোট দান বন্ধ হয়ে যাওয়ায় ভোটাররা অধৈর্য হয়ে ওঠেন। ক্ষুব্ধ ভোটাররা ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করেন ৷

ভিডিয়ো