নিখোঁজ কেশপুরের বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনার

এপ্রিল ০১, ২০২১ দুপুর ০১:৫৪ IST
60657d57da895_WhatsApp Image 2021-04-01 at 13.23.57

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর – দ্বিতীয় দফার নির্বাচনে সকাল থেকেই মিলেছে বিক্ষিপ্ত অশান্তির খবর। এবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটল। বুথ পরিক্রমার সময় বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কোনারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 

অভিযোগ ভোট চলাকালীন বুথ জ্যাম করা হচ্ছে, এই অভিযোগ পেয়ে কেশপুরের গুণহারা গ্রামে যান বিজেপি প্রার্থী। সেই সময়ই তাঁর গাড়ি ঘিরে ধরে ধারাল অস্ত্র, বাঁশ, ইট, লোহার রড দিয়ে হামলা চালানো হয়। একাধিক গাড়িতে এলোপাথাড়ি আঘাত এবং ভাঙচুর করা হয়। পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনায় আক্রান্ত বিজেপি প্রার্থী জখম হয়েছেন, কিন্তু আহত বিজেপি প্রার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি।  

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী, এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। 

এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। 

ভিডিয়ো

Kitchen accessories online