নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - বিধানসভা ভোটের উত্তাপের মধ্যেই ফের দলবদল করলেন বিজেপির টাউন মন্ডলের প্রাক্তন সভাপতি মিঠু মহন্ত। রবিবার বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে মিঠু মহন্ত সহ আরও প্রায় ২০ জনের মত কর্মী বিজেপিতে যোগদান করেছেন। তাদের হাতে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী ও জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার দলীয় পতাকা তুলে দিয়েছেন।
দল বদলের বিষয়ে বাপি সরকার বলেন, "মিঠু মহন্তের নামে তৃণমূল মিথ্যে কেস দিয়ে তাকে জেল খাটিয়ে, ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে গেছিল। পরে মিঠু নিজের ভুল বুঝতে পেরে ফের বিজেপিতে যোগাযোগ করলেন।"
অন্যদিকে মিঠু মহন্ত বলেন, "তৃণমূল আমাকে রীতিমতো হুমকি দিয়ে তাদের দলে নিয়ে গেছিল। কিন্তু আমি বুঝতে পারলাম তৃণমূল দলটার কোন আদর্শ নেই। তাই সঠিক সময়ের অপেক্ষা করে আজকে পুনরায় বিজেপিতে এলাম।"
বিধানসভা ভোট চলাকালীন এই দলবদল বালুরঘাট কেন্দ্রে তৃনমূলের ঘাঁটি কতোটা নড়বড়ে করবে, অন্যদিকে বিজেপির কতোটা শক্তিশালী করবে তার জন্য মুখিয়ে রাজনৈতিক মহল।