সুপেন রায়ের সমর্থনে জনসভা মিঠুন চক্রবর্তীর

এপ্রিল ১২, ২০২১ বিকাল ০৬:০১ IST
6074373516117_IMG-20210412-WA0058

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - সোমবার রাজগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সুপেন রায়ের সমর্থনে বেলাকোবায় জনসভা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। 

জনসভায় প্রার্থী সুপেন রায় ছাড়াও দিলীপ চৌধুরী, যুবনেতা দীপঙ্কর দাস, তপন রায় সহ রাজগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রচুর কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এই জনসভা থেকে তৃণমূল কংগ্রেসেকে তীব্র আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, "আমরা সন্ত্রাস চাই না, আমরা হিংসা চাই না। এবার বিজেপি সরকার আসবে আর বিজেপির সরকার এলে ৬ মাসে বাংলা ঘুরে দাঁড়াবে। তাই নিজের ভোট নিজে দিন।"

 

 

ভিডিয়ো