নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - কয়লা পাচার কান্ডে অভিযুক্ত রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে একাধিকবার দিল্লিতে তলব করেছে ইডি। কিন্তু একবারও হাজিরা দেননি তিনি। এমনকী নিজে সময় দিয়েও হাজিরা এড়িয়েছেন মলয়বাবু। যার ফলে ইডি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে আসানসোলে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তার দাবি, মলয় ঘটককে বারবার ইডির তলবের পিছনে কলকাঠি নাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসানসোলে গিয়েছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। এরপর ভরা জনসভায় কৌস্তভ বলেন, ‘মলয় ঘটকদের এই পরিবারের কী চূড়ান্ত অবনতিটা হয়েছে তৃণমূল কংগ্রেসটা করে। ইডি বারবার করে মলয় ঘটককে ডাকছে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমি জানি, মলয় ঘটককে ইডির দফতরে ডাকার পিছনে কলকাঠি নাড়ার মাস্টার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দিল্লিতে ইডির অফিসে গিয়ে সব তৃণমূল নেতাদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়ে এসেছে। ঠিক যে ভাবে নারদা কান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাস্টারমাইন্ড ছিল, একই ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ক’টা তৃণমূল নেতার নাম বলে এসেছে'।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের