নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের প্রথম সারির দাপুটে নেতারা। এমন উত্তাল পরিস্থিতির মধ্যেই এবার বিতর্কিত মন্তব্য করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে জেলা অফিস থেকে মন্ত্রীর করা এই মন্তব্যটিকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার জেলা কার্যালয়ে বৈঠক করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন আধিকারিকেরা। সেখানেই মন্ত্রী জানিয়েছেন,' যারা সকাল-সন্ধ্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবং তৃণমূল জিন্দাবাদ করছেন তাদের চাকরি দেওয়ার জন্য ১০০ শতাংশ চেষ্টা করব আমরা'। এরপরই মন্ত্রীর মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলকে নিশানা করে একাধিক কটাক্ষ বাণী হানছেন বিরোধী পক্ষরা।
মন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন,' একটা প্রবাদ বাক্য রয়েছে আগের হাল যেদিকে যায় পেছনের হালও সেদিকে যায়। বর্তমানে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন তার হয়ে যারা পোস্টার লাগিয়েছে এবং প্রচার করেছে তাদের চাকরি দেবেন তিনি। শিক্ষা মন্ত্রীর পর সাবিনা ইয়াসমিনের এই মন্তব্য কিছু অস্বাভাবিক নয়। তৃণমূলের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না'।
অন্যদিকে সুর চড়িয়েছে সিপিএমও। জেলার সিপিএম নেতা উত্তম পাল বলেছেন,' তৃণমূলের কাছে দুর্নীতিটাই হচ্ছে নীতি। সেক্ষেত্রে সাবিনা ইয়াসমিন কোন অবান্তর কথা বলেনি। একদম টপ টু বটম ব্রাত্য বসু, আমাদের জেলাতে সাবিনা ইয়াসমিন তারপর কানাইয়া আগরওয়াল একই কথা বারবার উচ্চারণ করেছে'।
অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগারওয়াল বলেছেন,' মন্ত্রী সাবিনা ইয়াসমিন যখন কথাটা বলেছেন তখন সেখানে আমি উপস্থিত ছিলাম। তিনি বলতে চেয়েছেন যারা সক্রিয়ভাবে তৃণমূল করছে তাদের চাকরি দেওয়া হবে সেটা অবশ্যই মেধার ভিত্তিতে। তিনি যে কথাগুলি বলেছেন তার সম্পূর্ণটা শুনলেই বোঝা যাবে আসলে তিনি কি বলতে চেয়েছেন। অনেকেই মন্ত্রীর কথার ভুল মানে বের করছেন'।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক