নিজস্ব প্রতিনিধি, কলকাতা – মুশকিল আসানের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে স্বপ্নপূরণ হতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের। বিশ্বখ্যাত এক বহুজাতিক সংস্থা লুলু গোষ্ঠীকে লগ্নিকারী হিসেবে পাচ্ছে সাদা কালো বিগ্রেড। লগ্নিকারী পাওয়ায় স্বাভাবিক ভাবেই এবার আইএসএল খেলতে পারবে মহামেডানও। যদিও মহামেডানের সঙ্গে লুলু গোষ্ঠীর কি কি চুক্তি হবে তা এখনও জানা যায়নি।
বাংলার ফুটবল মানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান। ইতিমধ্যেই আইএসএল খেলে বাংলার দুই প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল। এবার থেকে বাংলার আরেক প্রধান মহামেডানও আইএসএল খেলবে। দুবাইয়ে আন্তর্জাতিক শিল্প সম্মেলনের মাঝে লুলু গোষ্ঠীর প্রধান আসরফ আলির সঙ্গে বাংলায় বিনিয়োগ নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে শতাব্দীপ্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাবে বিনিয়োগ করার জন্য রাজি করিয়েছেন মুখ্যমন্ত্রী।