নিজস্ব প্রতিনিধি, কলকাতা - নিজের মিষ্টি কথা এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে আলাদাই জায়গা করে নিয়েছেন মিঠাই মেগা সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুন্ডু। পর্দায় তিনি যতটা সরল ঠিক ততটাই সরল পর্দার বাইরেও। নিজের জীবনের সমস্ত আপডেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। তবে এবার তিনি যা করলেন তা সত্যিই প্রশংসনীয়।
সম্প্রতি সৌমিতৃষার এক ফ্যান পেজের তরফ থেকে তার কাছে ইনস্টাগ্রামে একটি বার্তা পাঠানো হয়, যেখানে প্রেরক হয়তো উত্তরের আশাও করেননি। কোনও এক দুর্বল মুহূর্তে ম্যাসেজ করে দিয়েছিলেন ভালোবাসার মানুষটাকে। তবে সেই অনুরাগীর বাবা কোমায়। সেটাই সৌমিকে জানিয়েছিলেন তিনি। তার জবাব দেন সৌমিতৃষা। অনুরাগীর এই কঠিন সময়ে সশরীরে পাশে উপস্থিত থাকতে না পারলেও দূর থেকে দিলেন সহানুভূতি।
সেই ভক্ত সৌমিতৃষাকে ম্যাসেজ করেছিলেন, ‘দিদি আমার বাবাই খুব অসুস্থ। কোমাতে আছে। একটু আমার বাবাইয়ের জন্য প্রার্থণা করবে প্লিজ দিদিভাই’। অভিনেত্রী ম্যাসেজের রিপ্লাই দিয়ে নিজের ভালো মনের পরিচয় দিলেন। জবাবে মিঠাই লিখলেন, ‘অবশ্যই। বাবা লোকনাথকে বলো সব বিপদ দূর হয়ে যাবে। আমি প্রার্থনা করব। বাবা সুস্থ হয়ে যাবেন সোনা'। এরই মাধ্যমে তিনি প্রমাণ করে দিলেন যে, মিঠাই আসলেই কতটা সুন্দর মনের অধিকারী।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের