নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। তারপর তার নগ্ন ছবি তুলে সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার এলাকার ২ যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তরা তৃণমূলের ছত্রছায়ায় থাকে বলে অভিযোগ ওঠে। যদিও মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জানান, অভিযুক্তরা কেউই তাঁদের দলের নয়।
সূত্রের খবর , গত ১৪ তারিখ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ব্যাঙ্কে যান ওই নির্যাতিতা। সেখানে তিনি তার প্রেমিকের সঙ্গে দেখা করেন। সেই সময় এলাকার ২ যুবক তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে সেকেন্দারপুর মোড়ের একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর তার নগ্ন ছবি মোবাইলে তুলে নিয়ে হুমকি দেওয়া হয় বিষয়টি কাউকে জানানো হলে ওই নগ্ন ছবি ভাইরাল করে দেওয়া হবে। এভাবে ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকাও নেওয়া হয় ৷ এমনকি তাকে হুমকিও দেওয়া হয়, পরবর্তী সময়ে ডেকে পাঠালে তাকে ওই অভিযুক্তদের সঙ্গে শারীরিক সম্পর্কও করতে হবে। তা না হলে নগ্ন ছবি ভাইরাল করে দেওয়া হবে।
এরপরেই ওই ছাত্রী বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ায় পরিবার বিষয়টি জানতে পারে।এরপরই বৃহস্পতিবার রাতে মন্দিরবাজার থানায় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রী। ছাত্রীর পরিবারের অভিযোগ, ঘটনায় অভিযোগ করলেও পুলিস কোন পদক্ষেপ নেয়নি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। যদিও পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় নির্যাতিতা মহিলার মেডিকেল করানোর পাশাপাশি আদালতে গোপন জবানবন্দীর জন্য পেশ করেছে পুলিশ।
যদিও এই বিষয়ে মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদার বলেন, “খোঁজখবর নিয়েছি। যা বলার বিকালে বলব। এ অন্যায় মেনে নেওয়া হবে না। মহিলার উপর অত্যাচার আমরা মানব না। দলকে ভোট দেয় বলে কেউ অসামাজিক কাজ করবে দল তা মেনে নেবে না। আর যাঁদের নামে অভিযোগ করা হচ্ছে ওরা আমাদের দলের কেউ নয়। কেউ বলছে ওর দাদা ওই, ভাই ওই, একেবারেই না।”
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের