নিজস্ব প্রতিনিধি , হাওড়া – মঙ্গলাহাটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। গত ২০ জুলাই মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল হাওড়ার মঙ্গলাহাটে। ওই ঘটনার পর ব্যবসায়ীরা সন্দেহ প্রকাশ করেছিলেন এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। তার পরেই তদন্তে নামে সিআইডি। তার পরেই গত সোমবার গভীর রাতে শান্তিরঞ্জন দে নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি। ওই ব্যক্তি নিজেকে মঙ্গলাহাটের মালিক বলে দাবি করতেন। তার জমিতেই নাকি চলত ওই হাট।
সূত্রের খবর , কলকাতার দমদম এলাকার বাসিন্দা শান্তিরঞ্জন আদতে প্রোমোটার। সেই সঙ্গে বসুন্ধরা টাওয়ার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার চেয়ারম্যান। হাওড়া মঙ্গলাহাট যে জমির ওপর রয়েছে সেই জমির মালিক হিসেবে নিজেকে একাধিকবার দাবি করে এই ব্যবসায়ী। শুধু তাই নয়, এই হাট সরিয়ে তিনি সেই জমিতে আবাসন গড়ে তুলতে চান। কিন্তু সেই আবাসন গড়ার পথে বাধা ছিল মঙ্গলাহাটের ব্যবসায়ীরা।
তারা ওই এলাকা ছেড়ে অন্য কোথাও তাঁদের ব্যবসা সরাতে চান না।এরপর ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় হাট। সে কারণে সোমবার গভীর রাতেই শান্তিরঞ্জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার তাঁকে হাওড়া আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিআইডি । হাটে অগ্নিকাণ্ডের পিছনে কারও হাত রয়েছে কি না তা জানতে শান্তিরঞ্জনকে জেরা করবেন গোয়েন্দারা।
উল্লেখ্য , গতকাল থেকে ফের চালু হয়েছে মঙ্গলাহাট। ধীরে ধীরে হাটটিকে আগের চেহারার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যদিও এখনও পোড়া জায়গা সম্পূর্ণ পরিস্কার না হওয়ায় সব ব্যবসায়ী বসতে পারেনি। তবে গতকাল প্রায় ৭৫ শতাংশ ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা পুনরায় চালু করতে পেরেছেন বলে খবর। ব্যবসায়ীরা জানাচ্ছেন, হাওড়া পুরসভা ও পুলিশ প্রসাশনের সাহায্যে তাঁরা আবার পেশায় ফিরতে পারলেন। যদিও বিকিকিনি আগের অবস্থায় ফিরতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ
খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে উনি , কিন্তু রাজ্যের বেহাল দশা নিয়ে তার কোনো হুঁশ নেই , তোপ নওশাদের
একাধিক যাত্রীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান জল , নাজেহাল জেলাবাসী
বৈঠকে বাধ্যতামূলক ভাবে সকল উপাচার্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ
বিদেশ সফরের অভিজ্ঞতা জানতে ছেড়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
আমেরিকা যেন বন্দুকবাজের আঁতুড়ঘর হয়ে উঠছে
কানাডা এখন সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় হয়ে গিয়েছে, খোঁচা বিদেশমন্ত্রীর
তিস্তা নদীতে জল বাড়ায় আজ গজলডোবা থেকে জল ছাড়া হয়েছে , এতে বেশ কিছু এলাকায় প্লাবনের আশঙ্কা
এবার কি তাহলে আইএসএল খেলতে পারবে মহামেডান?
এমন কোনো পাড়া নেই যেখানে সাট্টা, জুয়ার ঠেক নেই , পুলিশের উপর তীব্র ক্ষোভ প্রকাশ মদনের
প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে বরাবরই চাপে রাখার চেষ্টা করছে ওয়াশিংটন