নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মঙ্গলবার দুপুরে সল্টলেকের করুণাময়ীতে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের হঠাত্ বিক্ষোভ শুরু হয়। সল্টলেকে আচার্য ভবনের সামনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ বিক্ষোভ থামাতে গেলেই বাঁধে ধুন্ধুমার কান্ড।
২০১৬ সালের এসএলএসটি উত্তীর্ণ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এদিন চাকরির দাবিতে তারা বিকাশ ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল। মিছিল আচার্য ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয়, এলাকায় ১৪৪ ধারা জারি, তাই বিক্ষোভ দেখাতে পারবেন না তারা। যদিও চাকরির দাবি জানিয়ে বিক্ষোভের মাঝে আচার্য ভবনের সামনে রাস্তাতেই বসে পরেন চাকরিপ্রার্থীরা। তাদের নিরস্ত্র করার চেষ্টা করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে শুরু হয় মাইকে প্রচার। যদিও নিজেদের বিক্ষোভে অনড় ছিলেন বিক্ষোভকারীরা।
যার পরই পুলিশের তরফে শুরু হয় ব্যাপক ধরপাকড়। কার্যত টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। ধরপাকড় চলার সময় অনেক বিক্ষোভকারী ছুটে পালাতে চেষ্টা করেন পুলিশের হাত থেকে। অনেকে আবার রাস্তাতেই শুয়ে পরে বিক্ষোভ দেখাত থাকেন। চাকরির দাবি জানানোর পাশাপাশি কেন তাদের সঙ্গে এহেন আচরণ সেই নিয়েই প্রশ্ন তোলেন চাকরিপ্রার্থীরা।
চাকরিপ্রার্থীদের বিক্ষোভ থেকে পুলিশের হাতে ধরা পরা, সবসময় ছিল একটাই দাবি, 'আমাদের বয়স শেষ হয়ে গেছে। নিয়োগ চাই।' অনেক বিক্ষোভকারীই পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগ করেন। পাশাপাশি কয়েকজন মহিলা বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, 'রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি কি দেখতে পাচ্ছেন না, পুলিশ কী করছে।'
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র
একইমঞ্চে বিজেপি থেকেও সিপিএমে যোগ একাধিক কর্মীর
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস
মৃত্যুকালে পারভেজ মুসারফের বয়স হয়েছিল ৭৯ বছর
ধৃতরা এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মানে ভূষিত করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাফায়েল জে হাইড