নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - মণিপুরের ঘটনা নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য-রাজনীতি।এবারে মণিপুরের ঘটনার প্রতিবাদে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করলো আদিবাসী সংগঠন ভারত জগৎ মাঝি পরগনা মহল। পুলিশের উপস্থিতিতে দিলীপ ঘোষের বাড়ির গেট ভেঙ্গে দিয়ে বাড়ির ভেতর হামলা চালালো আদিবাসী সংগঠন। মূলত বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের ওপর তুমুল অত্যাচার করা হচ্ছে এরই প্রতিবাদে স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে সুর চড়ালেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার ভারত জগৎ মাঝি পরগনা মহল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। শুধু বিক্ষোভ নয় জোর করে গেট ভেঙে ভেতরে ঢুকে পরে ভরত জগৎ মাঝি পারোনা মহলের কর্মী-সমর্থকেরা।গেট ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পুলিশ চেষ্টা করেও আটকাতে পারেনি তাদের।যদিও পরে সাংসদ প্রতিনিধিকে একটি ডেপুটেশন জমা করে আন্দোলন শেষ করেন তারা।
আদিবাসী সংগঠনের দাবি, বারেবারে আদিবাসীদের উপর নারকীয় অত্যাচার হচ্ছে, বারেবারে আদিবাসীদের হত্যা করা হচ্ছে, আদিবাসী নারীদের ধর্ষণ করা হচ্ছে, আদিবাসীদের যতরকমভাবে নিপীড়ন করা যায়, তার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে বিজেপি শাসিত রাজ্যে। অবিলম্বে মণিপুরের ঘটনায় দোষীদের শাস্তি দিতে হবে। যদিও এ বিষয়ে দিলীপ ঘোষের এখনো কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের