নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া – মণিপুরের ঘটনা নিয়ে ইতিমধ্যে উত্তাল দেশ। গোটা দেশসহ পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলছে প্রতিবাদ মিছিল। এবার পুরুলিয়ার মানভূম আদিবাসীরা ধিক্কার ও প্রতিবাদ মিছিল করেন। বাঘমুণ্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলে গাগী, মুকরুপ ও রাঙ্গামাটি গ্রাম অঞ্চলে চলে এই প্রতিবাদ মিছিল। ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে এদিন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
এদিন গাগী গ্রাম থেকে মিছিল শুরু হয়ে মুকরুপ ও রাঙ্গামাটি গ্রাম পরিক্রমা করে আবার গাগী গ্রামে এসে তাদের মিছিল শেষ হয়। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-কে ধিক্কার জানানো হয় এই মিছিল ও ধিক্কার সভা থেকে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা এবং কঠিনতম শাস্তির দাবি জানান তারা। উল্লেখ্য, মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় গত ৪ই মে দুই মহিলাকে একদল যুবক নির্মম অত্যাচার করে। এদিন মানভূম আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির গাগী গ্রাম কমিটির তরফে বাঘমুণ্ডি ব্লক কমিটির সদস্য ও গাগী গ্রাম কমিটির সকল সদস্যগণ ছাড়াও গ্রামের সকল মহিলা ও পুরুষ ধিক্কার ও প্রতিবাদ মিছিলে পথে নামে।
এদিন মিছিলে আসা এক ব্যাক্তি জানান, "মণিপুরের যে বর্বর ঘটনা ঘটেছে তার চরম ধিক্কার জানাই। সারা দেশের লজ্জা এটা। মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি। দোষীদের চরম শাস্তি হোক। দোষীদের এমন চরম শাস্তি হোক যাতে আর কোনও দিন কেউ এমন বর্বর ঘটনা ঘটানোর সাহস না পায়।"
শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার