নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মন্ত্রীর সামনে বিজেপি কর্মীকে চড় মারার ঘটনায় বিক্ষোভ দেখালো বিজেপি।গোটা ঘটনার তীব্র নিন্দা করছেন বিরোধীরা। তবে আক্রান্ত বিজেপি নেতার কাছে ক্ষমা চেয়ে নেন মন্ত্রী রথীন ঘোষ। এই ঘটনার প্রতিবাদে প্রায় ঘণ্টাখানেক বারাসত ব্যারাকপুর রোড অবরোধ করে পদ্মশিবির।পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করে ২৪ ঘন্টার মধ্যে দোষী গ্রেফতার নাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি কর্মীরা।
শনিবার সকালে উত্তর ২৪ পরগণার ইছাপুরের নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায় যান 'দিদির দূত'রা। ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। নীলগঞ্জ খিলকাপুর বিজেপির মন্ডল সভাপতি সাগর বিশ্বাস ওই এলাকায় যান। অভিযোগ, এলাকার মন্দির লাগোয়া এলাকার রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ জানাতে যাওয়ার অছিলায় অশান্তি করার চেষ্টা করে।পাল্টা এক তৃণমূল কর্মী ওই বিজেপি নেতাকে চড় মারে বলেই দাবি পদ্মশিবিরের।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা হইচই শুরু করেন। মন্ত্রী রথীন ঘোষ আসরে নামেন। বিজেপি নেতার মুখ থেকে গোটা ঘটনা শোনেন। এরপর তার হাত ধরে ক্ষমা চেয়ে নেন মন্ত্রী। তবে ইতিমধ্যে আক্রান্ত যুবক দত্তপুকুর থানায় অভিযোগ জানিয়েছেন।
এদিকে এই ঘটনার প্রতিবাদে বিজেপি বারাসত সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি টিকলু শর্মার নেতৃত্বে বারাসত-বারাকপুর রোড অবরোধ শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে টাওয়ার জ্বালিয়ে চলে অবরোধ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়।
এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে জানিয়েছেন, 'যে ঘটনা ঘটেছে তা নতুন কিছু নয়। যখন থেকে কর্মসূচির ঘোষণা করা হয়েছে তখন থেকেই মানুষ খুঁজছে তৃণমূল নেতাদের কাছে অভাব-অভিযোগ জানাবেন। এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে এরা কারোর কথা শোনেননা। সকলে ধমকান। দিদি নিজের পার্টির লোককে ধমক দেন, তেমনভাবে এরাও সাধারণ মানুষকে ধমকান।'
অন্যদিকে ফিরহাদ হাকিম জানিয়েছেন,'যে কাজ টা করেছে ভুল করেছে।এভাবে কারোর গায়ে হাত তোলা উচিত নয়।তবে এসব বিক্ষোভ উদ্দেশ্যপ্রণীত ভাবে হচ্ছে আর কিছু না।'
এদিকে ঘটনায় অভিযুক্তের মা জানিয়েছেন, 'আমরা খুবই গরীব। থাকার মতো মাথায় ঠিক থাক ছাদ ও নেই।আর আমার ছেলে কোনো রাজনীতি করে না। ও কেনো এরকম কাজ করলো আমরা জানি না।তবে এই ঘটনার জন্য যার কাছে ক্ষমা চাইতে বলবেন আমরা তার কাছেই ক্ষমা চাইবো।' এছাড়াও অভিযুক্তের স্ত্রী জানিয়েছেন, 'এই ঘটনার পর বিজেপি কর্মীরা আমাদের বাড়িতে এসে খুনের হুমকি দিয়েছে।'
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত