নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অন্যমনস্ক বলিউড পরিচালক করণ জোহর।তাই তো সিকিউরিটি চেক না করেই করণ জোহর ঢুকে পরছিলেন মুম্বাই এয়ারপোর্টে।এবারে সেই ভিডিওই হলো ভাইরাল। যা দেখে হাসি থামছেই না নেট-নাগরিকদের।বলিউডের চলচ্চিত্র নির্মাতা করণ জোহর সম্প্রতি মুম্বই বিমানবন্দরে কোনো নিরাপত্তা পরীক্ষা ছাড়াই প্রবেশ করে কটাক্ষের মুখে পরেছেন।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, গেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা তাকে ফের ডেকে পাঠান। আর তা নিয়ে নেটপাড়ায় চলছে তুমুল হাসাহাসি।যে ভিডিওটি এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, তাতে KJo পরে আছেন কালো টি-শার্ট ও ঢোলা প্যান্ট। সঙ্গে একটি সাদা ওভারসাইজড জ্যাকেট ও কাঁধে একটি হাই-এন্ড Gucci x Adidas ব্যাগ। এয়ারপোর্টে ঢোকার মুখে যাথারীতি পাপারাজ্জিদের জন্য পোজ দেন করণ। তারপরই বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য না দাঁড়িয়ে গটগটিয়ে হেঁটে সোজা বিমানবন্দরের ভিতরে চলে যান। তখন একজন আধিকারিক তার পিছনে ছুটে গিয়ে থামায়।
মূলত টিকিট ও বোর্ডিং পাস দিতে বলে।প্রয়োজনীয় চেক করার পরেই সিআইএসএফ কর্মীরা তাকে বিমানবন্দরে প্রবেশ করতে দেয়।করণ এই ঘটনার জন্য নির্মমভাবে ট্রোলড হচ্ছেন সোশ্যালে। একজন লিখেছেন, ‘অহংকারী। এয়ারপোর্টের নিরাপত্তারক্ষীদেরও মানুষভাবে না যেন! মুখচোখ করছে দেখো!’ অপরজন লিখলেন, ‘মোদীর থেকেও বেশি ব্যস্ত করণ জোহর। পারলে প্লেন গিয়ে ওর বাড়ির সামনে থামে।’ তৃতীয়জন লিখলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে কেউ সেলিব্রিটি নয়। সবাই সমান।’আরেকজন ঠাট্টা করে লিখলেন, ‘পুলিশকে KJO: তোমার সাহস কতো - কেন তুমি আমাকে থামালে... আমি আমার ক্যাটওয়াকের দৃশ্যের মধ্যে ছিলাম।’
উল্লেখ্য, করণ জোহরের সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ২৮ জুলাই ২০২৩-এ বড় পর্দায় মুক্তি পাবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। রকি অর রানি কি প্রেম কাহানিতে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, জয়া বচ্চন ও ধর্মেন্দ্র। সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান এই ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। ছবিটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন ও ভায়াকম ১৮ স্টুডিও। মা হওয়ার পর এটাই হবে আলিয়ার প্রথম ছবি।
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
সিরিয়ালের ফাঁকে লুকিয়ে আন্দামানে প্রি-হানিমুন , শ্রীমার উপর চটলেন নেটপাড়া
দুই সন্তান আথিয়া আর অহানের কথা ভেবেই নেপানসিয়া রোড ছেড়ে চলে আসি , দাবি সুনীল শেট্টির
আমার সংসদ আমার অহংকার , মোদিকে ট্যুইট করে বার্তা বাদশার
বলিউডে পা রাখতেই টলিউডকে ভুলে গেলেন প্রসেনজিৎ
এইটুকু বলতে পারি, আমার পরের গন্তব্যের নাম নতুন অভিজ্ঞতা , বার্তা সৌমকের
পরকীয়ার বিবাদ ভুলে নতুন করে প্রেমিককে আপন করে নিতে চলেছে ইপ্সিতা মুখার্জি
মাটির তলা থেকে বেরিয়ে আসা জৈন ধর্মের অতি প্রাচীন মূর্তি চুরি করে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে , তীব্র ক্ষোভ প্রকাশ দিগম্বর জৈনের
পরিচালক অসুস্থ , আপাতত বন্ধ ছবির প্রচার কাজ
নিজের টাকা খরচ করে হল ভাড়া করুন , লাল গালিচা বিছিয়ে দিন , লোকজন নিয়ে গিয়ে ফটো তুলুন , এটাই কান উৎসব , বিস্ফোরক মন্তব্য নাওয়াজের
আগামী ৩০ শে মে দুপুর ১২টার মধ্যে পরিচালককে আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ