'মোদি বিভেদের রাজনীতি করে', মন্তব্য মমতার

এপ্রিল ০৯, ২০২১ দুপুর ০৩:০৯ IST
60701279bbb3c_WhatsApp Image 2021-04-09 at 13.53.17

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - শুক্রবার রাজ্যে নির্বাচনী প্রচারে পূর্ব বর্ধমানের জামালপুরে জনসভা করেন তৃণমূল নেত্রী।

এই জনসভায় নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে তৃণমূল নেত্রী বলেন “নির্বাচন কমিশন বাংলায় ৩৫৬ ধারা জারি করে ভোট করছে। প্রধানমন্ত্রী প্রতিদিন হিন্দু-মুসলিম বিভেদ করে যায় তাতে নিয়ম ভঙ্গ হয়না, অমিতশাহ বললে নিয়ম ভঙ্গ হয়না আর মমতা বাংলার মানুষের সাথে কথা বললে নির্বাচনী নিয়ম ভঙ্গ হয় কিসের জন্য? আগের বার তো প্রচার পর্যন্ত করতে দেননি। সবই তো বদলে দিয়েছেন। বিজেপি যা বলছে তাই করছেন? কেন? বিজেপি কে হয় আপনাদের”? 

এভাবেই একের পর এক ক্ষোভ উগড়ে দেন তিনি।

ভিডিয়ো