নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - শনিবার ফের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলেন বঙ্গ সফরে। নির্বাচনী প্রচার করার উদ্দেশ্যে শিলিগুড়ি জনসভায় যোগদান করেন মোদি।
কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় শোক প্রকাশ করে মোদি জানিয়েছেন, “কোচবিহারে যা হয়েছে তা দুঃখজনক। যাঁদের মৃত্যু হয়েছে আমি তা নিয়ে শোক প্রকাশ করছি। পরিবারকে সমবেদনা।”
কোচবিহারের ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি আক্রমণ করেছেন তৃণমূল নেত্রীকে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “দিদি আর তৃণমূলের মনের মতো বাংলা চলবে না। আমি নির্বাচন কমিশনের কাছে কোচবিহারের ঘটনার তদন্ত দাবি করছি। দিদি এই হিংসা, সকলকে উস্কানি, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার এই কাজ, আপনাকে বাঁচাতে পারবে না।”