বাংলা নববর্ষের শুভেচ্ছা মোদির

এপ্রিল ১৫, ২০২১ দুপুর ০১:০২ IST
6077e6a7680eb_WhatsApp Image 2021-04-15 at 12.28.47

নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং ভোট প্রচার। একসঙ্গে দুই কাজই সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালেই বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

পাশাপাশি বিজেপির বাংলায় নতুন থিম সং শেয়ার করেছেন নরেন্দ্র মোদি। যার মূল বার্তা হল 'এবার বাংলায় মোদি সরকার, এবার বাংলায় বিজেপি সরকার।' প্রধানমন্ত্রী লিখেছেন, 'পূণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক।‘

বিজেপির এই নতুন থিম সং-এ উজ্জ্বলা যোজনা থেকে আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্প গুলির কথা রয়েছে। উঠে এসেছে সোনার বাংলার প্রসঙ্গও। বাংলা নববর্ষ উপলক্ষেই এই বিশেষ ভিডিও তৈরি করা হয়েছে। ৩ মিনিট ৪ সেকেন্ডের এই মিউজিক ভিডিওতে বাঙালিয়ানার সঙ্গে শুধুমাত্র নরেন্দ্র মোদির মুখকেই রাখা হয়েছে। 

ভিডিয়ো

Kitchen accessories online