নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃনমূল কংগ্ৰেস হেরে যাবে এমনই এক পরিকল্পনা করে দল ছেড়ে পদ্মশিবিরে যোগদান করেছিলেন বহু নেতা-মন্ত্রীরা। তবে নির্বাচন পর্ব মিটতেই রাজ্যে ঘাসফুল শাসনে আসায় সেই পরিকল্পনা মিথ্যে প্রমাণিত হয়েছিলো সকলের। তাই আবার দলবদল করে মুকুল রায়কে অনুসরণ করে ঘাসফুলে যোগদান করেছিলেন দলীয় সদস্যরা। ঠিক সেই ভাবেই এবার বিজেপি ছেড়ে তৃনমূলে ফিরতে চলেছেন সাংসদ সুনীল মন্ডল। যদিও এব্যাপারে তৃনমূল এখনও কোন প্রতিক্রিয়া দেখাননি।
প্রসঙ্গত, ভোটের আগে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন এই সাংসদ। তবে ভোটে আশানুরূপ ফল না পাওয়ায় আবার তৃনমূলে ফিরছেন তিনি। গত কয়েকদিন আগে তৃনমূল দলে ফেরার কথা ওঠায় সাংসদের বিরুদ্ধে 'গদ্দার' নামে পোস্টার পড়েছিলো একাধিক জায়গায়। তবে সেসব কিছুই তোয়াক্কা না করে দিল্লি থেকে ফোন করে সুনীল মন্ডল জানান, 'আমি তো তৃনমূল থেকে পদত্যাগ করিনি। আমি তৃনমূলেই ছিলাম তৃনমূলেই আছি'।
এই বিষয়ে বিজেপি সদস্যের বক্তব্য, এই সমস্ত লোক রাজনীতি করতে আসেননা। তারা খালি ক্ষমতালোভী হয়। যখন যে দল ক্ষমতায় থাকবে তখন সে দলের হয়ে কাজ করবেন তারা। সিপিএমের সময় সিপিএম আর এখন তৃনমূলের সময় তৃনমূল।
অপরদিকে তৃনমূল কংগ্ৰেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, 'আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ঠিক করবেন কাকে দলে নেওয়া হবে বা নেওয়া হবে না। তারা যাকে দলে নেবেন দলীয় কর্মীরা তাকে স্বাগত জানাবে'।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত