মৃগী রোগের হাত থেকে বাঁচতে যোগাসন করুন

সেপ্টেম্বর ২৯, ২০২৩ রাত ১২:২৫ IST
6515b7f7023f4_WhatsApp Image 2023-09-28 at 22.59.11_842f349e

মৃগী নিউরোলজিক্যাল রোগ। এই রোগের লক্ষণ খিঁচুনি। মৃগী রোগের ফলে ব্রেইন টিউমার, মাথায় আঘাত, সংক্রমণ, স্ট্রোক হতে পারে। যোগাসনের নিয়মিত অভ্যাস সুস্থ ও সবলভাবে শারীরিক ও মানসিক ক্ষমতা সৃষ্টি করে। এর মাধ্যমে আপনাকে সফলতা পেতে সাহায্য করবে ঠিকই, তবে সফলতার জন্য সঠিক নিয়মে যোগাসন অভ্যাস করতে হবে। মৃগী রোগের হাত থেকে বাঁচতে যোগাসন করুন।

প্রাণায়ম -

পদ্ধতি - প্রথমে আপনার দুটি পা জোরো করুন। এরপর একটা পায়ের উপর একটা পা তুলুন। এবার আপনার একটা হাতের আঙ্গুল দিয়ে নাকের কাছে আনুন। এরপর লম্বা ও গভীর নিশ্বাস নিন।

সময় - টানা ৩ মিনিট এই যোগাসন করতে হবে।

যে পাঁচটি কারণে প্রতিদিন প্রাণায়াম করা উচিত | Femina.in

ভিডিয়ো

Kitchen accessories online