নিজস্ব প্রতিনিধি , মালদহ - মৃত্যুর ১১ দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো স্বামীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মোহনপুর গ্রামে। স্বামী সাদিকুল খান (৩৮) তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠায় বাধা দেয়। এই কারণেই স্ত্রী সারেফা বিবি ও তার প্রেমিক নূর আলম সাদিকুল খানকে নৃশংস ভাবে হত্যা করে। ইতিমধ্যে সারিফা ও নূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর , গত ৪ বছর ধরে প্রতিবেশী নূর আলমের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে সারেফার। তাই কারণেই প্রায়শই দাম্পত্যজীবনে ঝামেলা লেগে থাকত। সেই কারণেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে সারেফা বিবি। ১০ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সাদিকুল। বাড়ির সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ১৬ তারিখ মিল্কি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন।
পরবর্তীতে পুলিশ লালচাঁদ শেখ নামক নূর আলমের এক সঙ্গীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালালে সম্পূর্ণ ঘটনা জানতে পারে। সারেফা ও তার প্রেমিককে গ্রেফতার করা হলে সম্পূর্ণ ঘটনা স্পষ্ট হয়। নুর আলম সাদিকুলের গলা কেটে তাকে খুন করে। প্রমাণ লোপাট করার জন্য নূর আলম মৃতদেহ বস্তাবন্দি করে তার এক আত্মীয়ের বাড়ির সেফটি ট্যাঙ্কে ফেলে দেয়।
শুক্রবার সকালে দেহটিকে উদ্ধার করে পুলিশ। সাদিকুলের মৃত্যুর পর থেকে গভীর শোকাহত অবস্থায় রয়েছেন পরিবারের সদস্যরা। মৃতের বোন মনোয়ারা বিবি বলেন, 'দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের বউ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল। বারেবারে নূর আলমের ফোন আসতো। তাই বাচ্চাদের সবসময় ভয় দেখিয়ে রাখা হতো। যাতে তারা কাউকে কিছু না বলে। বিগত কয়েক দিন ধরে ভাই নিখোঁজ ছিল। পরবর্তীতে তল্লাশি চালানো হলে পায়খানার ট্যাঙ্কি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। আমরা অভিযুক্তের ফাঁসির দাবী করি'।
মৃতের মেয়ে নেহা খাতুন বলেন, 'নূর আলম প্রায়ই আমাদের বাড়ি আসত। আমাদের ভয় দেখাতো। আমাদের প্রাণে মারার হুমকি দিতো। বলতো কাউকে কিছু বললে আমার হাত পা কেটে দেওয়া হবে। তাই আমরা ভয়ে কাউকে কিছু বলতে পারতাম না। আমরা মোট তিন ভাইবোন। আমাদের তিনজনকেই একইভাবে ভয় দেখানো হতো। তাই আমরা কাউকে কিছু বলতে পারতাম না'।
আর্সেনাল - ৪
লেস্টার সিটি - ২
ম্যানচেস্টার সিটি - ৪
বার্নমাউথ - ০
হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সহ শহরের একাধিক জায়গা সেজে উঠেছে ‘তিরঙ্গা’র সাজে
'হর ঘর তিরাঙ্গা' স্লোগান দিয়ে বাইক মিছিল বিজেপির
তদন্তে নিরপেক্ষতা এবং দুর্নীতি গ্রস্ত বিজেপি নেতাদের শাস্তির দাবি তৃণমূলের
গোমাতা হরণকারী শ্রীঘরে যাওয়ার প্রতিবাদে বোলপুরে ‘থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ (টিএমসি) মানুষের পেটে লাথি মেরে বিক্ষোভ করেছে , কটাক্ষ অনুপম হাজরার
প্রধানমন্ত্রীর আহ্ববানে সাড়া দিয়ে তিরঙ্গা কর্মসূচি পালন সাক্ষীর
আগামী ২১শে আগস্ট থেকে শুরু ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
‘সরকারি অনুদানের সিনেমা , যথেষ্ট কম পারিশ্রমিক নিয়েছি’, পাল্টা প্রতিক্রিয়া মাহির
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
'আজকের পর কোনো অশান্তি হলে তার দায় বিজেপি বিধায়ককেই নিতে হবে', পাল্টা তোপ তৃণমূলের
আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ম্যাচ
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি স্বরাষ্ট্র দফতরের পোষ্যতে পরিণত হয়েছে , তীব্র কটাক্ষ তৃণমূলের
পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন তাঁরা দুই বোন