নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের মুদ্রা যোজনার মাধ্যমে মঙ্গলবার পুরুলিয়া জেলায় ৪৮জন উদ্যোগীকে মোট ২ কোটি ৪৫ লক্ষ টাকার ঋণ দেওয়া হল। স্বনিযুক্তির মাধ্যমে যে উদ্যোগীরা নিজেদের রোজগারের ক্ষেত্রে পরিধি বৃদ্ধি করতে চান তাদের বিশেষ সুযোগ দিতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি।
স্থানীয় সূত্রে জানা গেছে , মুদ্রা যোজনার মাধ্যমে কোনো উদ্যোগী খুব সহজেই ঋণ পেতে পারবে। শুধু তাই নয় ঋণ নেওয়া থেকে ঋণ মুকুব সব সময় যেকোন সাহায্যে পাশে থাকবে ব্যাঙ্ক। তবে একবার কেউ ঋণ খেলাপ হলে ভবিষ্যতে কোনো প্রকার ঋণ পাওয়া কষ্টসাধ্য হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক। নিজস্ব কর্মক্ষেত্রের পরিধি সম্প্রসারণের জন্য এই ঋণপন্থায় উদ্যোগীরা অত্যন্ত উপকৃত হবে বলে আশাবাদী সরকার।
পুরুলিয়ার জেলার উপকন্ঠের অন্তর্গত মগুড়িয়ার বাসিন্দা বিষ্ণুপ্রিয়া মাহাতো এদিন মুদ্রা প্রকল্পে মোট সাত লক্ষ টাকা ঋণ পেয়ে বলেন, " আমি একটি বিউটি পার্লার চালাই। ঋণের এই অর্থরাশির সহায়তায় নিজের পার্লারের পরিধি বাড়াবো। এখানে আরও কয়েক জনের কর্ম সংস্থান হবে।"
আরেক উদ্যোগী জয়পুরের রিনা পট্টনায়েক সাড়ে নয় লক্ষ টাকা ঋণ পেয়ে বলেন,"নিজের মণিহারী দোকানের ব্যবসা বাড়াবো। দোকানে এবার আরও অনেক বেশি সামগ্রী থাকবে। দোকানের আয়তনও এই টাকা দিয়ে বাড়ানোর চেষ্টা করবো।"
বিষয়টি সম্পর্কে পুরুলিয়ার স্টেট ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার সঞ্জয় কুমার সিং জানান,"অতি অল্প প্রয়াসেই মুদ্রা যোজনায় ঋণ পাওয়া সম্ভব। এজন্য উদ্যোগীদের সবরকম ভাবে সহায়তা করা হয় ব্যাঙ্কের পক্ষ থেকে। এই ঋণের টাকা পরিশোধ হয়ে গেলে আরও বেশি অর্থরাশির ঋণ পাওয়া সম্ভব। তবে লক্ষ্য রাখতে হবে যেন কোন ভাবেই ঋণ খেলাপি কেউ যেন না হয়ে যান। এরমকম হলে ভবিষ্যতে ঋণ পাওয়া দুষ্কর হয়ে যায়।"
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে চম্পট হওয়া টাকা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ফেরত পাবেন , আশ্বস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ
দু বেলা অন্ন জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের
বহুবার কবরস্থানের স্থায়ী কর্মী নিয়োগ সহ সংস্করণের দাবি জানিয়েও মিলছে না ফল , অভিযোগ স্থানীয়দের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম অপরিবর্তিত