মুকেশ আম্বানিকে 'Z+' ক্যাটাগরির সুরক্ষা প্রদান স্বরাষ্ট্র মন্ত্রকের

সেপ্টেম্বর ৩০, ২০২২ দুপুর ১১:১৭ IST
63367911aac1e_Screenshot_2022_0930_094505

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শিল্পপতি মুকেশ আম্বানির নিরাপত্তা কভার বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া খবরের ভিত্তিতে বেশ কিছু হুমকির সম্মুখীন হয়েছেন মুকেশ আম্বানি। তাই  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টরের 'জেড ক্যাটাগরির' নিরাপত্তা 'Z+' ক্যাটাগরিতে বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।  

বিজ্ঞাপন

বিলিয়নেয়ার শিল্পপতি মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ার বাইরে বোমাতঙ্কের পরই গত বছর , এমএইচএ শিল্পপতিদের নিরাপত্তা জোরদার করার বিষয়ে আলোচনা করেছিল।

ভারতে বিশেষভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের নিরাপত্তা দেওয়া হয় , যাদের জীবন তাদের কাজ বা জনপ্রিয়তার কারণে বিপন্ন হতে পারে। বিভিন্ন ধরনের অসামাজিক শক্তির হাত থেকে তাদের রক্ষা করার জন্য গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের উপর নির্ভর করে , বিভিন্ন ধরণের নিরাপত্তা সরবরাহ করা হয়।

বিপদের তীব্রতা মূল্যায়ন করার পরে সুরক্ষা বিভাগ পাঁচটি গ্রুপে বিভক্ত নিরাপত্তা কভারের যেকোনো একটি কভার প্রদান করে। এই নিরাপত্তা কভার মূলত X , Y , Z , Z+ , SPG এই পাঁচ ভাগে বিভক্ত। 

উল্লেখ্য , এই ধরনের নিরাপত্তা ভিআইপি এবং ভিভিআইপি , ক্রীড়াবিদ , বিনোদনকারী এবং অন্যান্য উচ্চ-প্রোফাইল বা রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য উপলব্ধ হয় আমাদের দেশে।

Z+-এর নিরাপত্তা সুরক্ষার দ্বিতীয়-সর্বোচ্চ স্তর। এই নিরাপত্তা কভারেজে ৫৫ জন সুরক্ষাদাতা থাকেন। যার মধ্যে ১০ জনেরও বেশি এনএসজি কমান্ডো এবং পুলিশ অফিসার রয়েছে। কভারেজের প্রতিটি কমান্ডোই বিশেষ মার্শাল আর্ট এবং নিরস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ পেয়ে থাকে । বিজেপি সভাপতি অমিত শাহের মতো বিশিষ্ট ব্যক্তিদের এই নিরাপত্তা সুরক্ষা দেওয়া হয়েছে।

ভিডিয়ো

Kitchen accessories online