নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যালকে মারধরের ঘটনায় নয়া পদক্ষেপ পুলিশের।তৃণমূল বিধায়ক ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির সামনে ডাঃ সন্দীপ সান্যালকে মারধর এবং হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জন ব্যক্তিকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। শুক্রবার তাদেরকে বহরমপুর কোর্টে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করে পুলিশ পেশ করলে কোর্ট সেই আবেদন মঞ্জুর করে।
বহরমপুর থানার অন্তর্গত বুডাডাঙ্গা গ্রামের বাসিন্দা বুলবাহার সেখ বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। পেটের যন্ত্রনা নিয়ে ভুগছিলেন পরে তার পেটের অপারেশন করে ছেড়ে দেওয়া হয়।যদিও পরে আবার অসুস্থ হয়ে পরেন বুলবাহার সেখ। বহরমপুর একটি বেসরকারি নার্সিংহোমে ডাঃ এন রহমানের অধীনে চিকিত্সা চলছিল। ভুল চিকিত্সা করে অপারেশন করে ঐ চিকিত্সক বলে অভিযোগ। অতিরিক্ত টাকা বিল করে রোগী ছাড়া হবে বলে জানানো হয় রোগীর পরিবারকে।
এই ঘটনার জেরে বৃহস্পতিবার হরিহরপাড়া বিধায়ক নিয়ামত সেখ ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাসের নেতৃত্বে রোগীর পরিবার বহরমপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল কাছে আসে এবং ডাক্তারের শাস্তি দাবি জানানো হয়। তখনই রোগীর আত্মীয়রা ডাঃ সন্দীপ সান্যালকে হেনস্থা ও মারধর করে বলে অভিযোগ।
মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিগ্রহের পর অত্যন্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বহরমপুর থানার পুলিশ প্রাথমিকভাবে ৯ জন ব্যক্তিকে আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আটক হন আরও সাতজন ব্যক্তি।গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজনের নাম এফআইআরে উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অভিযুক্তদের আইনজীবী আবু বাক্কার সিদ্দিকি জানিয়েছেন,'পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান সহ কিছু জামিন অযোগ্য ধারাতে মামলা রুজু করেছে। ১৬ জন অভিযুক্তের জামিনের আবেদন আজ কোর্ট না মঞ্জুর করেছে। আগামী ২৯ অক্টোবর ফের তাদের কোর্টে পেশ করা হবে।'
এই ভেষজ উদ্ভিদের ঘরোয়া টোটকায় বিভিন্ন রোগের নিরাময় হবে
দেখুন কেন বিখ্যাত আজকের দিনটি
২০১৪ সাল থেকে হাতে খড়ি , আগে কাকুর ডাকনাম হচ্ছে সান্টু , সুজয়কৃষ্ণকে নিয়ে দাবি শুভেন্দুর
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
দু-পক্ষের সওয়াল জবাবের পর জামিনের আর্জি খারিজ করে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি হেফাজতের নির্দেশ আদালতের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
আম্বানি পরিবারের ঘর আলো করে এলো এক কন্যা
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়ার সরকার
গান্ধী পরিবারের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন খলিস্তানিরা
ইতিমধ্যেই অভিযুক্তের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি নির্যাতিতার কাকার
সান ফ্রান্সিসকোয় মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল
ইতিমধ্যেই মূল দফতর থেকে জেলার দফতরগুলিকে ডেটাবেস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বালুরঘাট থানার এসআই সুকুমার রায়