বিদেশ থেকে ফিরতেই মুখ্যমন্ত্রীকে ফের চিঠি রাজ্যপালের , পাল্টা জবাব দিলেন মমতা

সেপ্টেম্বর ২৪, ২০২৩ দুপুর ০৪:৪৯ IST
6510132726dfe_Screenshot_2023-09-24-16-13-42-510-edit_com.google.android.googlequicksearchbox

নিজস্ব প্রতিনিধি , কলকাতা – রাজ্য ও রাজ্যপাল সংঘাত বর্তমানে নিত্যদিনের ।সেই আবহের মধ্যে এবার কিছু শান্তির আভাস। এবার বিদেশ সফর কেমন হয়েছে, জানতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাতে ১২ দিনের স্পেন এবং দুবাই সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। ওই দিনই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিদেশ সফর বিষয়ে জানতে চেয়ে চিঠি দেন রাজ্যপাল ।যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে যাওয়া আগে চিঠি পেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছ থেকে। তবে এই চিঠি নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে ।

সূত্রের খবর , শনিবার রাতে ১২ দিনের স্পেন এবং দুবাই সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। ওই দিনই রাজ্যের প্রশাসনিক প্রধানকে বিদেশ সফর বিষয়ে জানতে চেয়ে চিঠি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।চিঠির জবাবও দিয়েছেন মমতা।তবে বিদেশ সফর ছাড়াও প্রশাসনিক কোনও বিষয়ে চিঠিতে উল্লেখ রয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। এই চিঠি বিনিময়কে সৌজন্য হিসেবেই দেখছে রাজ্যের রাজনৈতিক মহল।

প্রসঙ্গত , বিদেশি লগ্নি রাজ্যে আনার জন্য প্রায় ১১ দিনের বিদেশ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন, বার্সেলোনা, দুবাই হয়ে শনিবার সন্ধ্যায় কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। বিদেশ সফর এবং বাণিজ্যিক লক্ষ্যপূর্ণ হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর। একাধিক বিদেশি শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে বলেও জানান তিনি।

ভিডিয়ো

Kitchen accessories online