মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে বামফ্রন্ট

সেপ্টেম্বর ২২, ২০২১ রাত ১১:২৯ IST
614b511f49677_Screenshot_2021-09-22-21-21-49-61

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন অবশিষ্ট রয়ে গিয়েছে উপনির্বাচনের। ভোটের প্রস্তুতির সন্ধিক্ষণে এসে ভবানীপুরের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এবার মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে একাধিক অভিযোগ দায়ের করলেন বামফ্রন্টের প্রতিনিধি দল।  

 

নির্বাচনের প্রাক্কালে মমতা সহ প্রিয়াঙ্কার বিরুদ্ধেও একাধিক অভিযোগ নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন রবিন দেব।সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, উপ-নির্বাচনের জন্য প্রচুর মাইক ব্যবহার করা হচ্ছে। এতে বিধি-নিষেধ মানা হচ্ছে না। নেতা-মন্ত্রীরা প্রচারে গেলে প্রচুর মানুষ জন তাদের সঙ্গে  নির্বাচনী প্রচারে যাচ্ছেন। যেটা সম্পূর্ণ বিধি ভঙ্গ করা হচ্ছে। তাই নিয়ম অনুযায়ী প্রচারের সময় ৪-৫ জনের বেশি আর কেউই যেতে পারবেন না। কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে দেখা গিয়েছে তার সঙ্গে ভোটের প্রচারে একাধিক মানুষজনের উপস্থিতি। অন্যদিকে সমরেশগঞ্জ জঙ্গিপুরের যে উপনির্বাচন আছে আগামী ৩০শে সেপ্টেম্বর, সেই সময় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে  দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে। সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যাতে পেছানো যায় সেই বিষয়েও মন্তব্য করেছেন রবিন দেব। সেক্ষেত্রে ইতিমধ্যে দুই কেন্দ্রে ডিএমদের জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে , উপনির্বাচনের সময় কারা কারা ভোট কেন্দ্রে থাকবেন তাদের করোনা ভ্যাকসিনের দুটো ডোজ বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে কেউ যদি একটি ডোজ নিয়ে থাকেন  তাদেরকে ২৪ ঘন্টার মধ্যেই আরটিপিসিআর টেস্ট করিয়ে নিতে হবে। কারণ সামনেই আগত উৎসবের মরসুমে এই উপনির্বাচন ভোট রাখার ক্ষেত্রে যাতে প্রচারের বদল করা যায় সেদিকেও নজর দেওয়া হয়েছে। সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এই প্রচারের সময় নির্ধারণ করার পাশাপাশি নির্বাচনের ৭২ ঘন্টা আগে প্রচার বন্ধ করার নিয়ম রয়েছে। ‌

অন্যদিকে রাজ্যজুড়ে সেন্ট্রাল ফোর্সের ৫২টি কোম্পানির মধ্যে ১৫টি কোম্পানি ভবানীপুর বাকি ৩৭ কোম্পানীগঞ্জ ও জঙ্গিপুরে তাদের যাতে যথোপযুক্ত কাজে লাগানো যায় সেদিকেও নজর দেওয়ার কথা বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার।

ভিডিয়ো

Kitchen accessories online